ভবিষ্যৎ পরিকল্পনা বদলে যেতে পারে এমবাপের

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান কিলিয়ান এমবাপে। ফুটবলের খবর যারা রাখেন তারা সবাই জানেন এ কথা। সরাসরি না বললেই ইঙ্গিতে এ কথা নিজেই বলেছেন এ ফরাসি তরুণ। তবে সাম্প্রতিক সময়ে অনেকটাই বদলে গেছে তার সূর। এবার জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা বদলে যেতেই পারে।

অথচ কদিন আগেই জানিয়েছেন, মৌসুমের শুরুতে পিএসজি ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন এমবাপে। তাই ক্লাবের দেওয়া কোনো প্রস্তাবই মেনে নেননি তিনি। তাকে দেওয়া লোভনীয় সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন এ তরুণ।

অন্যদিকে এমবাপেকে ছাড়তে রাজী নয় পিএসজি। রিয়াল মাদ্রিদের দেওয়া রেকর্ড ট্রান্সফার ফির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে তারা। যে কোনো মূল্যে তাকে ধরে রাখতে রাজী দলটি। সে কারণে তাকে বোঝানোর চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ।

তবে মৌসুম শুরুর পর ধীরে ধীরে পিএসজিতে বেশ উপভোগ করতে শুরু করেছেন এ তরুণ। আছেনও দারুণ ছন্দে। লিওনেল মেসির সঙ্গে রসায়নও জমে উঠছে তার। সাম্প্রতিক সময়ে দেওয়া সাক্ষাৎকারগুলোতে আশাবাদী হতেই পারে ক্লাবটি।

ফ্রান্সের ম্যাগাজিন প্যারিস ম্যাচকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেছেন, 'মোনাকো ছেড়ে পিএসজিতে আসার সিদ্ধান্তটা যৌক্তিক ছিল। তবে যেহেতু এখন আমি সামনের দিকে তাকাচ্ছি, সেখানে অপরিকল্পিত কিছুর সম্ভাবনা আছে। সময়টা উপভোগ করছি আর অবাক করা ঘটনা ঘটতেও পারে- এটা খেলাটির সৌন্দর্যের একটি অংশ।'

নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন বলেই জানান এ তরুণ, 'এমন কিছু ঘটতে পারে যা চিন্তাভাবনায় পরিবর্তন আনতে পারে। আগামী ২০ বছরে আমি কী করব, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা অসম্ভব।'

মৌসুমে শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপে। আগামীতে দল-বদল নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করলেও চূড়ান্ত সিদ্ধান্তটা নিজেই নিবেন বলে জানালেন এ ফরাসি, 'তারা কখনই আমার সিদ্ধান্তের বিরোধিতা করেন না এবং তারা আমাকে কী করতে হবে সেটাও বলে দেন না। এমনকি আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই বিষয়টা এমন।'

Comments

The Daily Star  | English

UK govt unveils 'tighter' immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

1h ago