মেসিরা হতাশ করবেন না বিশ্বাস আর্জেন্টাইন কোচের

২০১৮ সালের আগস্টে আর্জেন্টিনা দলের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। এরপর থেকে অনেক খেলোয়াড়দেরই সুযোগ দিয়েছেন জাতীয় দলে। সংখ্যাটা এমন যে আর মাত্র তিন জন খেলোয়াড় হলেই দাঁড়াবে একশতে। তবে সাম্প্রতিক সময়ে দল অনেকটাই গুছিয়ে এনেছেন তিনি। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ই জায়গা পাচ্ছেন ঘুরেফিরে। আর এ দলটির উপর পূর্ণ আস্থা রয়েছে তার। এই খেলোয়াড়রা তাকে হতাশ করবেন না বলেই বিশ্বাস করেন এ কোচ।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'হার-জিতের বাইরে, আমি বলে আসছি এবং আমি বলতে থাকব যে এই খেলোয়াড়রা আমাদের হতাশ করবে না। এমন কিছু ম্যাচ থাকবে যেটা ভালো-খারাপ যে কোনোটাই হতে পারে। কঠিন ম্যাচ, এমন ম্যাচ যা আমাদের ভিন্নভাবে খেলতে হবে। কারণ প্রতিদ্বন্দ্বীরা বেশ ভালো। তবে দলের গতিশীলতা উল্লেখযোগ্য এবং এই খেলোয়াড়দের জন্য মানুষের অনুভূতিও। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'

প্রতিদ্বন্দ্বীদের শক্তিমত্তা বিবেচনা করে একাদশ সাজান এ কোচ, 'ধারণা সবসময়ই এক, প্রতিদ্বন্দ্বীর উপর নির্ভর করে উন্নতি করার চেষ্টা করা। ব্যাপারটা এমন নয় যে আমরা যাদের সঙ্গে খেলছি তাদের উপর নির্ভর করে মানিয়ে নিচ্ছি। আমার বিশ্বাস, সব দলেই কিছু ঘাটতি থাকে। তবে আমাদের অনেক খেলোয়াড় থাকায় আমরা তার সুবিধা নিচ্ছি। সবসময়ই ভেবেছি দল হিসেবে আমরা আরও উন্নতি করতে সক্ষম। প্রতিদ্বন্দ্বীরা কী ক্ষতি করতে পারে তা নিয়ে খুব বেশি ভাবি না। আমাদের লক্ষ্য সব দিকে উন্নতি করা।'

স্কোয়াডের সব খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা রাখতেই সবাইকে সুযোগ দেওয়ার পক্ষে এ আর্জেন্টাইন, 'আমি সাতজনের ব্যাপারেও নিশ্চিত নই যে তারা শুরু করবে কি-না। আগামীকাল খেলতে হবে এবং একইভাবে পারফর্ম করতে হবে। কারণ পিছনে তাদের সতীর্থরা রয়েছে যাদেরও খেলার অদম্য ইচ্ছা রয়েছে। যখন সব ভালো হয় তখন এটা করা যায়। আমাদের ধারণা হলো যে কেউ যে মনে না করে যে তারা স্টার্টার বা অবস্থান নিশ্চিত। বাইরে যারা আছে তাদের যে কেউ যে কোনো সময় দলে ঢুকে অবদান রাখতে পারে।

পেরুর বিপক্ষে সব উরুগুয়ের বিপক্ষে খেলা একাদশে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। নাহুয়েল মলিনার জায়গায় সুযোগ পেতে পারেন গঞ্জালো মন্তিয়েল। সুযোগ পেতে পারেন মার্কোস আকুনা। নিকোলাস গঞ্জালেজের পরিবর্তনে মূল একাদশে দেখা যেতে পারে আনহেল দি মারিয়াকেও। 

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

4h ago