মেসির পর গ্রিজমানকেও ছেড়ে দিল বার্সেলোনা

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবটির সবচেয়ে বড় তারকা ছিলেন আতোঁয়ান গ্রিজমান। তাকে ঘিরেই হয়তো নতুন মৌসুমের সব পরিকল্পনা হবে, এমনটা ভেবেছিলেন সবাই। কিন্তু ট্রান্সফার মার্কেটের শেষ দিনে চমক দেখিয়ে তাকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা। গ্রিজমান ফিরেছেন তার সাবেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে।
আপাতত এক বছরের জন্য ধারে গ্রিজমানকে দলে টেনেছে অ্যাতলেতিকো। তবে চাইলে এক বছর পর ধারের মেয়াদ আরও এক বছর বাড়াতে পারবে তারা। সুযোগ থাকছে তাকে পাকাপাকিভাবে নিয়ে নেওয়ারও। মাত্র ৪০ মিলিয়ন ইউরো খরচ করলেই গ্রিজমান হয়ে যাবেন অ্যাতলেতিকোর।
অথচ এই গ্রিজমানের রিলিজ ক্লজের পুরো ১২০ মিলিয়ন ইউরো দিয়ে অ্যাতলেতিকো থেকে কিনে এনেছিল বার্সেলোনা। দুই বছরের মাথায় তাকে বিক্রি করতে চাইছে এক তৃতীয়াংশ দামে। অ্যাতলেতিকোতে বরাবরই সফল ছিলেন তিনি। নতুন করে প্রমাণের কিছু নেই তার। নিশ্চিতভাবেই তাই এ সুযোগ গ্রহণ করতে চাইবে দলটি।
গ্রিজমানকে ছেড়ে এ মৌসুমের জন্য সেভিয়া থেকে লুক ডি ইয়ংকে ধারে টেনেছে কাতালান ক্লাবটি। থাকছে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও। সেভিয়ার হয়ে লা লিগায় ৫৯ ম্যাচ খেলে ১০টি গোল করেছেন এ ডাচ তারকা।
শুধু গ্রিজমানই নয়, শেষ দিনে তারা টটেনহ্যাম হটস্পার্সের কাছে এমারসন রয়্যালকেও বিক্রি করেছে বার্সেলোনা। যদিও তাকে ছাড়ার সব আলোচনা হয়ে গিয়েছিল আগের দিনই। ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ ক্লাবে যোগ দেন এমারসন। এ মৌসুমেই তাকে রিয়াল বেতিস থেকে ফিরিয়ে এনেছিল বার্সা।
এছাড়া শেষ দিনে দল ছেড়েছেন ইলাইস মোরিবাও। দেন-দরবারে সমঝোতা না হওয়ায় তাকে আরবি লাইপজিগের কাছে বিক্রি করে বার্সেলোনা। ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে বুন্ডেসলিগার ক্লাবে তাকে বিক্রি করে দেয় ক্লাবটি। তবে পরবর্তীতে লাইপজিগ তাকে বিক্রি করলে সেখান থেকে ১০ শতাংশ পাবে স্প্যানিশ ক্লাবটি।
Comments