মেসির ম্যাচে রুগেরি-আগুয়েরোর রেকর্ড ভাঙলেন দি পল

এস্তোনিয়াকে একাই গুঁড়িয়ে দিলেন লিওনেল মেসি। পাঁচ পাঁচটি গোল একাই করলেন তিনি। দলের সবগুলোই! ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে পাঁচটি গোল করার কৃতিত্ব এখন আর্জেন্টাইন অধিনায়কের। কিন্তু এমন রাতে নতুন এক রেকর্ড গড়েছেন মিডফিল্ডার রদ্রিগো দি পলও।

অ্যাতলেতিকো মাদ্রিদের এ খেলোয়াড় আবার ভেঙেছেন দুই আর্জেন্টাইন কিংবদন্তির কাছে বন্ধুর রেকর্ড। একজন দিয়াগো ম্যারাডোনার কাছের বন্ধু অস্কার রুগেরি। অপরজন লিওনেল মেসির কাছে বন্ধু সের্জিও আগুয়েরো। এ দুই তারকা এতো দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের মালিক ছিলেন। দুইজনই ৩০টি করে ম্যাচে অপরাজিত ছিলেন।

তবে আগের দিন এস্তোনিয়ার বিপক্ষে জয়ের রাতে আর্জেন্টিনার জার্সিতে ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েন দি পল। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলের জয় দিয়ে এ তারকা শুরু করেন তার যাত্রা। এখনও ছুটছেন তিনি। নিজেকে আরও উচ্চতায় তোলার সুযোগ থাকছে সামনে।

১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী রুগেরি ১৯৯০ সালের ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হারার পর টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিলেন। তার যাত্রা শেষ হয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কলোম্বিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিলেন আগুয়েরো। এরপর হারটাও সেই জার্মানির কাছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে। 

ম্যাচ শেষে দি পলকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক আর্জেন্টাইন খেলোয়াড়ই। আনহেল দি মারিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'রেকর্ডের জন্য অভিনন্দন বন্ধু। তুমি এর চেয়েও বেশি প্রাপ্য।' কে জানে হয়তো এই রেকর্ডকে আরও অনন্য উচ্চতায় তুলে ফেলবেন এ মিডফিল্ডার।

Comments

The Daily Star  | English

Govt decides to ban activities of AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

1h ago