মেসির সঙ্গে খেলতে পারা সম্মানের: দোনারুমা

এসি মিলান ছাড়ার পর বার্সেলোনার সঙ্গে আলোচনা চালিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল লিওনেল মেসির সঙ্গে খেলার। কিন্তু বার্সা সে অর্থে আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত পিএসজিতে ঠিকানা হয় তার। কিন্তু ভাগ্যদেবী তার জন্য ভিন্ন কিছুই লিখে রেখেছিল। সেই মেসিই এখন বার্সা ছেড়ে পিএসজির পথে। আর এমন সংবাদে দারুণ খুশি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় জিয়ানলুইজি দোনারুমা।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। তর্ক সাপেক্ষে সময়ের সেরা। তার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে চায় যে কোনো খেলোয়াড়ই। দোনারুমাও তাই এমন সুযোগ পাচ্ছেন ভেবেই রোমাঞ্চিত। স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তারকা বলেছেন, 'আমি খুবই খুশি যে মেসি এখানে আসছে। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমি এখন সাহায্য করতে পারছি না তবে খুবই রোমাঞ্চিত। তার সঙ্গে খেলতে পারা সম্মানের ব্যাপার।'
তবে এখনও বার্সেলোনাতেই আছেন মেসি। পিএসজির সঙ্গে আলোচনা আগালেও চূড়ান্ত হয়নি কিছুই। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো অবশ্য জানাচ্ছে এ ট্রান্সফার কেবল সময়ের ব্যাপার। কিন্তু তারপরও সন্দেহ থেকেই যায়। মেসি ঠিক কবে আসছেন এমনটা জানতে চাইলে দোনারুমা বলেন, 'আমি ঠিক জানি না। তবে আমরা খুব শীগগিরই জানতে পারবো এটা অফিশিয়াল নাকি না। তবে সব দেখে মনে হচ্ছে এটা হয়েই আছে।'
ফ্রি ট্রান্সফারে চলতি মৌসুমেই মিলান ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন দোনারুমা। তবে এখনও ক্লাবের হয়ে মাঠে নামেননি তিনি। ইউরোর আসর শেষ হওয়ার পর ছুটিতে ছিলেন। কদিন আগেই ফিরেছেন প্যারিসে। যোগ দিয়েছেন দলের অনুশীলনে। প্যারিসে আসার পর নতুন সতীর্থ উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন এ গোলরক্ষক, 'আমি প্যারিসে খুব ভালো আছি। আমাকে দল সম্পর্কে জানতে হবে। এটা খুব ভালো দল। সবাই আমাকে স্বাগত জানিয়েছে। খুবই ভালো যাচ্ছে।'
ইউরোপের অন্য লিগগুলো শুরু না হলেও এরই মধ্যে মাঠে গড়িয়েছে লিগ ওয়ান। প্রথম ম্যাচে ত্রোয়েসের সঙ্গে জয় দিয়ে আসরে শুভ সূচনা করছে দলটি। ইউরোতে খেলার কারণে বাড়তি ছুটিতে থাকায় সে ম্যাচে খেলেননি দোনারুমা।
Comments