মেসি-নেইমারকে ছাড়া পিএসজির জয়ে এমবাপের গোল

দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলার একদম কাছে পৌঁছে গেল তারা।

চোটের কারণে খেলতে পারলেন না লিওনেল মেসি ও নেইমার। আগের ম্যাচের একাদশে আরও পাঁচটি বদল আনলেন কোচ মরিসিও পচেত্তিনো। কিন্তু অঁজিকে হারাতে কোনো বেগ পেতে হলো না পিএসজিকে। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ফরাসি লিগ ওয়ানের শিরোপা ঘরে তোলার একদম কাছে পৌঁছে গেল তারা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে আসরের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্যারিসিয়ানরা। প্রথমার্ধে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। দ্বিতীয়ার্ধে দলটির বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস।

লিগ শিরোপা পুনরুদ্ধারের সুবাস নিয়ে খেলতে নেমেছিল পিএসজি। অঁজির বিপক্ষে তারা কাঙ্ক্ষিত জয় তুলে নিলেও তাদের উৎসবে বাধ সাধে অলিম্পিক মার্সেই। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটি দুবার পিছিয়ে পড়েও নঁতেকে হারায় ৩-২ গোলে। ফলে পিএসজিকে থাকতে হচ্ছে অপেক্ষায়। বাকি পাঁচ ম্যাচে কেবল ১ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে তারা।

৩৩ ম্যাচে ২৪ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৭৭। সমান ম্যাচ খেলে ১৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে মার্সেই। তাদের অর্জন ৬২ পয়েন্ট। তালিকার ১৪ নম্বরে থাকা অঁজির নামের পাশে রয়েছে ৩৪ পয়েন্ট। লিগ ওয়ানের গতবারের চ্যাম্পিয়ন লিল ৪৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে নয়ে।

ম্যাচের শুরুতে দুদলই চালায় আক্রমণ-পাল্টা আক্রমণ। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর ২৮তম মিনিটে গোল পেয়ে যায় পিএসজি। আশরাফ হাকিমির সঙ্গে বল আদান-প্রদান করে ডি-বক্সের বাইরে থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন এমবাপে। এবারের লিগে ২২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার স্থানে আছেন তিনি।

পিছিয়ে পড়ে উজ্জীবিত হয়ে ওঠা অঁজি ভাগ্যের ফেরে গোল পায়নি ৩৯তম মিনিটে। মোহামেদ আলি-চোয়ের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে যোগ করা সময়ে রামোস জাল খুঁজে নিলে শেষ হয়ে যায় স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর আশা। আনহেল দি মারিয়ার কর্নারে লাফিয়ে হেড করে স্কোরলাইন ২-০ করেন তিনি।

ম্যাচের চালকের আসনে বসে পড়া পিএসজি দ্বিতীয়ার্ধেও প্রাধান্য দেখায়। ৬৮তম মিনিটে এমবাপের শট ঠেকান প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্থনি মান্দ্রেয়া। দুই মিনিট পর টিলো কেরারের ট্যাকলে অঁজি ফরোয়ার্ড কাসিমির নিঙ্গা ডি-বক্সে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরের সাহায্য নেওয়া হলে পাল্টে যায় সিদ্ধান্ত।

৭৭তম মিনিটে পিএসজির জয় বলা চলে নিশ্চিত করে ফেলেন মার্কুইনোস। দি মারিয়ার ক্রসে হেড করে জাল কাঁপান তিনি। তবে পুরো ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। যোগ করা সময়ে অঁজির রোমান থমাসকে বিপজ্জনক ট্যাকল করায় ভিএআরের সহায়তায় এদুয়ার্দ মিশুকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago