মেসি পিএসজিকে দুর্বল করেছে: মাইকেল ওয়েন

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দেশ বেলজিয়ামের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ। তবে শক্তির বিচারে পিএসজির চেয়ে ঢের পিছিয়ে আছে দলটি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেদের নিয়ে গড়া শক্তিশালী আক্রমণভাগ ফ্রান্সের দলটির। সেই দলটিই কি-না ব্রুজের বিপক্ষে হোঁচট খেয়েছে। তাতে সমালোচনার ঝড় উঠেছে। মূলত এ তিন তারকা একত্রে খেলার কারণেই দলটি দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন সাবেক ইংলিশ ফুটবলার মাইকেল ওয়েন।

নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি মেসি। তিনি গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন অবশ্য। কিন্তু প্রথমার্ধে দুর্ভাগ্যজনকভাবে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। এমবাপে হেরেরার গোলে অবদান রাখলেও সে অর্থে খুঁজে পাওয়া যায়নি তাকেও। তার উপর দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। সবচেয়ে বেশি খোলসবন্দী ছিলেন নেইমার।

আর এর জন্য মেসিকে সরাসরি কাঠগড়ায় না দ্বার করালেও ইঙ্গিতটা তার দিকেই দেন ওয়েন, 'এই পিএসজি দলের যে ফরোয়ার্ডরা রয়েছে তারা প্রত্যেকেই অসাধারণ খেলোয়াড়। তবে আমার মতে এই তিন জন দলকে দুর্বল করে ফেলেছে। আমি বুঝতে পারছি না কেন তাদের (চ্যাম্পিয়ন্স লিগের) ফেভারিট ধরা হচ্ছে। আমার মনে ইংলিশ দল চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার এবং ম্যানচেস্টার ইউনাইটেড তাদের চেয়ে অনেক এগিয়ে আছে, অনেক উন্নত দল।'

চলতি মৌসুমে মেসি ছাড়াও সের্জিও রামোস, জিয়ানলুইজি দোনারুমা, আশরাফ হাকিমিদের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়দের স্বাক্ষর করিয়েছে পিএসজি। মেসির চেয়ে তাদেরকে দলে টানার কারণেই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা এগিয়ে আছে বলে মনে করেন ওয়েন, 'আমি প্রায় মনে করি মেসিকে স্বাক্ষর করানোর চেয়ে দোনারুমা এবং সের্জিও রামোসের স্বাক্ষর তাদের (চ্যাম্পিয়ন্স লিগ) জেতার সুযোগ বাড়িয়েছে।'

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স  'এ' গ্রুপের ম্যাচে তারকায় ঠাসা শিরোপাপ্রত্যাশী পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজ। স্প্যানিশ মিডফিল্ডার আন্দার হেরেরার গোলে এগিয়ে গেলেও বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেনের লক্ষ্যভেদে পিএসজিকে হতাশা উপহার দেয় স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago