মেসি যোগ্য হিসেবেই ব্যালন ডি'অর জিতেছে: রিয়াল কোচ

আরও একবার ব্যালন ডি'অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। নিজেকে অনন্য উচ্চতায় তুলে রেকর্ড সাতবারের মতো এ পুরষ্কার হস্তগত করলেন এ আর্জেন্টাইন তারকা। কিন্তু চলতি মৌসুমে তার এ পুরষ্কার পাওয়ায় অনেকেই বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে দেখছেন না। বিশেষকরে মেসির প্রতিদ্বন্দ্বী দলগুলোর সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়-কোচরা। তবে সে পথে হাঁটেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। যোগ্য হিসেবেই মেসি ব্যালন ডি'অর জিতেছেন বলে মনে করেন তিনি।

মঙ্গলবার রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০২১ সালের ব্যালন ডি'অর জিতে নেন মেসি। এবারের ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনায় অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানদভস্কি, জর্জিনহো ও করিম বেনজেমা। আলোচনায় ছিলেন এনগোলো কন্তেও। সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত মর্যাদার এ পুরষ্কার জিতে নিয়েছেন মেসিই। নির্বাচিত সাংবাদিকদের ৩৩ ভোট পেয়ে জয়টা এ আর্জেন্টাইন তারকারই।  

তবে লেভানদভস্কি ও বেনজেমার সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়, এমনকি তাদের ক্লাবের সাবেক অনেক খেলোয়াড়ও মেসিকে এ পুরষ্কার দেওয়া অন্যান্য বলে মনে করছেন। তাদের দাবি ২০২০ সালে যেহেতু ব্যালন ডি'অর দেওয়া হয়নি, তাই ওই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে এ পুরষ্কার দেওয়া উচিৎ ছিল। সেক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারতেন লেভানদভস্কিই।

তবে রিয়াল কোচ আনচেলত্তি এখানে বিতর্কের কিছু দেখছেন না। যোগ্য হিসেবেই মেসি বর্ষসেরা হয়েছেন বলে মনে করেন তিনি, 'মেসি পুরস্কারটি জিতেছে এবং সে এখনও দুর্দান্ত এক খেলোয়াড়। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত পুরষ্কার গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এটি জিততে না পারলেও কোনো সমস্যা নয়।'

তবে আগামী বছর বেনজেমা বা রিয়ালের অন্য কোনো খেলোয়াড় পুরষ্কারটি জিতবেন বলে আশা করেন এ ইতালিয়ান কোচ, 'আশা করি, পরের বছর রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় এটি জিতবে। বেনজেমা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং সে চতুর্থ হয়েছে। (আগামী বছর) নতুন অনুপ্রেরণায় প্রথম হওয়ার চেষ্টা করবে সে।'

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

5h ago