মোরাতাকে পেতে মরিয়া জাভি, প্রয়োজনে ছাড়বেন মেমফিসকে

চলতি মৌসুমটা এখন পর্যন্ত বেশ বাজেই কাটছে বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়। লা লিগাতেও অবস্থান ভালো নয়। তাই ভাগ্য ফেরাতে একজন ভালো মানের স্ট্রাইকার হন্যে হয়ে খুঁজছে দলটি। আলভারো মোরাতাকে মনে ধরেছে কোচ জাভি হার্নান্দেজের। প্রয়োজনে এ সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে পেতে চলতি মৌসুমের শুরুতে কেনা মেমফিস ডিপাইকে জুভেন্টাসের কাছে বিক্রি দিতে রাজী তারা।
এরমধ্যেই ম্যানচেস্টার সিটি থেকে ফেরান তোরেসকে কিনেছে বার্সেলোনা। একজন উইঙ্গারের অভাব পূরণ হয়েছে তাদের। তবে ক্লাবটিতে কোচ হয়ে আসার পর থেকেই একজন পরীক্ষিত নয় নম্বরের খোঁজে আছেন জাভি। আর লুইস সুয়ারেজের শেষ সময় থেকে তার বিকল্প খুঁজছিল বার্সাও। বেশ কিছু খেলোয়াড়কে এনে চেষ্টা করেছে দলটি। কিন্তু সে অর্থে তার যোগ্য বিকল্প খুঁজে পায়নি দলটি।
স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এরমধ্যেই মোরাতার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনার প্রতিনিধি দল। ক্লাবটি আশা করছে তাদের প্রস্তাবে রাজী হবে জুভেন্টাসও। এরজন্য মেমফিসকে ব্যবহার করছে তারা। বার্সেলোনা যোগ দেওয়ার পর শুরুতে ভালো খেললেও ধীরে ধীরে ছন্দ হারিয়েছেন এ ডাচ ফরোয়ার্ড। হারিয়েছেন জাভির আস্থাও।
বর্তমানে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে খেলছেন মোরাতা। গত মৌসুমে তাকে ধারে আনে দলটি। তবে মৌসুমে শেষে তাকে কিনে নেওয়ার সুযোগ রয়েছে দলটির। ৩৫ মিলিয়ন ইউরো পরিশোধ করলেই পাওয়া যাবে। কিন্তু মোরাতাকে ধরে রাখার তেমন কোনো ইচ্ছা নেই তুরিনের ক্লাবটির।
আর এ সুযোগটাই কাজে লাগাতে চাইছে বার্সেলোনা। মৌসুমের বাকি ছয় মাস ২৯ বছর বয়সী এ স্ট্রাইকারকে ধারে পেতে আগ্রহী দলটি। যদিও মৌসুমের মাঝে তাকে পাওয়া সহজ হবে না তা জানে তারা। তাই চুক্তিটি সম্পূর্ণ করতে মেমফিসকে জুভেন্টাসে বিক্রি করতে ইচ্ছুক কাতালানরা।
জানা গেছে প্রস্তাবটি বিবেচনা করে দেখছেন মোরাতাও। তবে কাজটা সহজ হবে না জানেন তিনি। জুভেন্টাস রাজী থাকলেও রাজী হতে হবে তার মূল ক্লাব অ্যাতলেতিকোকেও। তবে জুভেন্টাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলবে বলেই জানা গেছে। করোনাভাইরাসের কারণে আর্থিক ঘাটতির কারণেই এ প্রস্তাবে তারা। বিকল্প হিসেবে আর্কাদিউস মিলিক ও মাউরো ইকার্দির চোখ দিয়েছে তুরিনের ক্লাবটি।
Comments