ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে যাচ্ছেন টেন হাগ!

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রালফ রাংনিককে নিয়ে চালিয়ে গেলেও অনেক দিন থেকেই প্রধান কোচ খুঁজে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশেষে কোচ হিসেবে আয়াক্স কোচ এরিক টেন হাগকে নতুন ম্যানেজার হিসেবে নিশ্চিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে ক্লাবটি। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যদিও এখনও ইউনাইটেডের পক্ষ থেকে কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। তবে নিজস্ব সূত্রের বরাতে সংবাদটি প্রকাশ করেছে বিবিসি। ওলে গানার সুলশারের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিযুক্ত রাংনিকের স্থলাভিষিক্ত হবেন টেন হাগ। ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর পঞ্চম কোচ পেতে যাচ্ছে ম্যানচেস্টারের ক্লাবটি।

সংবাদে তারা জানিয়েছে, নতুন কোচ হিসেবে ইউনাইটেডের প্রধান লক্ষ্য ছিল পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিন্নো। তবে শেষ পর্যন্ত ৫২ বছর বয়সী এ ডাচ কোচ টেন হাগেই আগ্রহী হয় ক্লাবটি। যদিও তাকে নিয়ে গত সপ্তাহ থেকেই গুঞ্জনের শুরু হয়।

এরমধ্যেই আয়াক্সের সঙ্গে নতুন করে চুক্তি করবেন না বলেই জানিয়েছেন টেন হাগ। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ডাচ কাপের ফাইনাল শেষেই আয়াক্স থেকে বিদায় নেবেন এ কোচ। লিগেও তার ক্লাব শীর্ষে রয়েছে। পিএসভির থেকে পরিষ্কার ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে আয়াক্স। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে হেরে যায় দলটি।

জানা গেছে টেন হাগের সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে ইউনাইটেড। একই সঙ্গে দুই পক্ষ সন্তুষ্ট থাকলে চুক্তি বাড়ানোর সুযোগ থাকবে আরও এক বছর।

রাংনিকের অধীনে ইউনাইটেডের অবস্থা খুব একটা ভালো নয়। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ সাত ম্যাচে তাদের জয় মাত্র একটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই অনিশ্চয়তার মুখে। একই সঙ্গে বিভিন্ন সময় খেলোয়াড়দের মধ্যে বিভক্তির বিষয়টি সামনে এসেছে।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

36m ago