ম্যানচেস্টার ইউনাইটেড ঐক্যবদ্ধ, দাবি রোনালদোর

ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব নিয়ে মুখোমুখি অবস্থানে ক্রিস্তিয়ানো রোনালদো ও হ্যারি মাগুয়েইর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররে প্রকাশিত এমন সংবাদে রীতিমতো ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে। তবে সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন রোনালদো। লিড ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর জানালেন ঐক্যবদ্ধই আছে রেড ডেভিলরা।
রোববার প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন প্রথমার্ধেই দুই গোল দিয়ে এগিয়ে যায় দলটি। প্রথম গোলটি আসে আবার মাগুয়েইরের কাছ থেকে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছিল লিডস। তবে পরে আরও দুটি গোল হজম করে তারা। তাতে বড় জয়ই পায় ম্যানচেস্টারের ক্লাবটি।
তবে ম্যাচে দারুণ কিছু সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি রোনালদো। নিজে গোল না পেলেও দলের জয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে নিজেদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত এ তারকা। সাম্প্রতিক সময়ে বাজে অবস্থার মধ্যেই ছিল দলটি।
ম্যাচ আগের দিন সামাজিকমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেরা ঐক্যবদ্ধ আছেন বলেই জানান এ তারকা, 'চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদে যাওয়ার আগে আমাদের ফোকাস পরিবর্তন করে প্রিমিয়ার লিগের এ জয় খুবই গুরুত্বপূর্ণ। ছন্দে ফিরেছি! আমরা ঐক্যবদ্ধ!'
এর আগে মিরর নিজেদের সংবাদে জানায়, মাগুয়েইর ছন্দে না থাকায় রালফ রাংনিকের চাওয়া মৌসুমের বাকি সময় অধিনায়কের আর্মব্যান্ড পরবেন রোনালদো। জার্মান কোচ অধিনায়ক হিসেবে মাগুয়েইরকে ব্যর্থই মনে করছেন। যে কারণে এক ঝাঁক তারকা ফুটবলার নিয়েও বিবর্ণ ইউনাইটেড। তাই দায়িত্ব তুলে দিতে চান রোনালদোর কাঁধে।
ড্রেসিংরুমে ইউনাইটেডের ফুটবলাররা বেশ মেনে চলেন রোনালদোকে। যে কারণে কিছুটা হলেও গুরুত্ব হারিয়েছেন মাগুয়েইর। তার তুলনায় তরুণদের বেশি উজ্জীবিত করতে পারেন রোনালদো। এছাড়া ছন্দ হারানো মাগুয়েইরকে চাপমুক্ত রাখার বিষয়টিও ভেবেছেন রাংনিক।
তবে এ সংবাদে সৃষ্ট হওয়া গুঞ্জন আগেই সংবাদ সম্মেলনে উড়িয়ে দিয়েছিলেন কোচ রাংনিক। মাগুয়েইরই মৌসুমের শেষ পর্যন্ত দলের অধিনায়ক থাকছেন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে দলের অন্তঃকলহের বিষয়টিও। এবার তা উড়িয়ে দেলেন রোনালদোও।
Comments