ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার ভারতে

প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার ঘড়ির শখের কথা কম বেশি জানেন সব ফুটবল ভক্তই। এতোই প্রিয় ছিল যে দুই হাতে দুইটি ঘড়ি পরতেন এ কিংবদন্তি। নিজের সংগ্রহে ছিল অনেক অনেক ঘড়ি। তারই একটি চুরি হয়েছিল দুবাই থেকে। সেই হাবলট ঘড়ি অবশেষে উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে।
এ চুরির ঘটনায় বাজিদ হোসেন নামক এক ব্যক্তিকে দুবাই পুলিশের সাহায্য নিয়ে গ্রেফতার করে আসামের পুলিশ। ২০১০ সালের হাবলট বিগ ব্যাংয়ের লিমিটেড এডিশনের এ ঘড়ি পড়তে দেখা গিয়েছিল ম্যারাডোনাকে। এ কিংবদন্তিকে সম্মান জানিয়েই তাদের এই স্পেশাল এডিশন ঘড়িগুলি প্রস্তুত করেন সংস্থাটি।
অভিযুক্ত বাজিদ দুবাইয়ের একটি প্রাইভেট সংস্থায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। ম্যারাডোনার স্বাক্ষর করা ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল সেখানে। চলতি বছরের আগস্টে সেখান থেকে সেই ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে বিক্রি করার আগেই ধরা পড়লেন তিনি।
ঘড়ি চুরি করার পর বাবার অসুস্থতার কথা বলে ছুটি দেশে ফেরেন ওয়াজেদ। তখন থেকেই তার ওপর সন্দেহ জাগে দুবাই পুলিশের। পরে ভারতের আসামের পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে সেই ঘড়ি উদ্ধারের কাজ শুরু করেন তারা। শনিবার ভোর সাড়ে ৪টার অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার চুরি হওয়া সেই ঘড়িটি।
সামাজিকমাধ্যম টুইটারে টুইট করে ম্যারাডোনার সেই ঘড়ি উদ্ধারের সংবাদ নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, 'আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।'
এ প্রসঙ্গে পুলিশের ডিরেক্টর জেনারেলও টুইট করছেন টুইটারে, 'দুবাই পুলিশের সেন্ট্রাল এজেন্সির মারফৎ আমাদের কাছে খবর পৌঁছায় যে বাজিদ হোসেন নামক এক ব্যক্তি ম্যারাডোনার স্বাক্ষর করা লিমিডেট অ্যাডিশন ঘড়ি চুরি করে আসামে পালিয়ে এসেছে। আজ ভোর ৪টার দিকে শিবসাগরে ওর বাড়ি থেকে ওকে গ্রেফতার করেছি এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।'
Comments