যথারীতি বার্সেলোনায় অনুশীলন করছেন দেম্বেলে

হয় নতুন চুক্তি নুতবা ক্লাব থেকে বিদায়। বার্তাটা এমনই ছিল উসমান দেম্বেলের জন্য। আর ক্লাবের এ কথা তোয়াক্কা না করে নিজের মতোই চলছিলেন এ ফরাসি। যার জেরে অ্যাতলেতিক বিলবাওর বিপক্ষে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল এ তারকাকে। কিন্তু আগের দিন যথারীতি বার্সেলোনার অনুশীলনে দেখে গিয়েছে দেম্বেলেকে।
ক্রমেই জমে উঠেছে বার্সেলোনায় দেম্বেলে নাটক। লিওনেল মেসি দল ছাড়ার পর এ খেলোয়াড়কে ঘিরে নতুন প্রজেক্ট গড়তে চেয়েছিল ক্লাবটি। সভাপতি হুয়ান লাপোর্তা তো তাকে কিলিয়ান এমবাপের চেয়েও এগিয়েও রেখেছিলেন। আর ক্লাবের আর্থিক দুর্দশার সময়ে বার্সেলোনা আশা করেছিল, নতুন চুক্তি করে বেতন কমাতে রাজি হবেন দেম্বেলে। কিন্তু তাদের আশায় জল ঢেলে উল্টো দ্বিগুণ বেতন চাইছেন তিনি। সঙ্গে নিজের জন্য ও তার মুখপাত্রের জন্য আরও ২০ মিলিয়ন ইউরো করে বোনাস।
অথচ ২০১৭ সালে ১৪০ মিলিয়ন ইউরো খরচ করে কেনার পর থেকে দেম্বেলের কাছ থেকে তেমন কিছুই পায়নি ক্লাবটি। অধিকাংশ সময়ই থেকেছেন মাঠের বাইরে। উল্টো চিকিৎসার জন্য খরচ আরও বাড়িয়েছেন তিনি। সেই খেলোয়াড়ের এমন দাবীতে তাকে বিদায় করে দেওয়ার বিকল্প ভাবছে না ক্লাবটি। দেম্বেলের ইচ্ছা এখনই নয়, গ্রীষ্মের দল বদলে বিনে পয়সায় নতুন কোনো ক্লাবে যোগ দিতে। সেক্ষেত্রে নিজের বেতন ভাতা কিছুটা বাড়িয়ে নিতে পারবেন তিনি।
তবে শুরু থেকে তাকে চেয়ে আসা কোচ জাভিও তার এমন আচরণে বিরক্ত। দলের সঙ্গে তাকে আর চাইছেন না এ কোচ, 'বার্তা তো পরিষ্কার। উসমান দেম্বেলেকে নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে, তা না হলে জানুয়ারিতেই ওকে বিক্রির পথ খুঁজব। এর বাইরে অন্য কোনো উপায় নেই।'
ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি তো কড়া হুমকি দিয়েছিলেন, 'এটা আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে, এ খেলোয়াড় (দেম্বেলে) বার্সেলোনায় থাকতে চায় না এবং বার্সার ভবিষ্যৎ প্রকল্পের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়। আমরা তাকে এবং তার এজেন্টদের বলেছি যে, তাকে অবিলম্বে ক্লাব ছেড়ে যেতে হবে কারণ আমরা এই প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় চাই। আমরা আশা করছি ৩১ জানুয়ারির আগেই তার ট্রান্সফার হবে। আমরা এমন খেলোয়াড় চাই না যারা বার্সাতে থাকতে চায় না।'
আর তাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সামাজিকমাধ্যমে বার্সেলোনাকে উল্টো শাসিয়েছিলেন দেম্বেলে, 'চার বছর ধরে আমার সম্পর্কে গুজব তৈরি করা হয়েছে, আমার ক্ষতি করার উদ্দেশ্যে আমার সম্পর্কে লজ্জাজনক মিথ্যাচার করা হয়েছে। আমি কখনও জবাব দেইনি, কিন্তু আজ এর শেষ। কোনো ধরনের ব্ল্যাকমেইলে হার না মেনে আমি উত্তর দিচ্ছি, এমন কাউকে আমি পাত্তা দেই না, যে মনে করে আমি ক্রীড়া প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ নই। এখানে এখনও আমার চুক্তি আছে, আমি পুরোপুরি সম্পৃক্ত, কারো ব্ল্যাকমেইলে মাথা নত করার লোক আমি নই।'
Comments