রিয়াল কোচ আনচেলত্তির ঐতিহাসিক কীর্তি

ছবি: টুইটার

এস্পানিয়লকে উড়িয়ে স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুমের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে ইতিহাস রচনা করলেন তাদের কোচ কার্লো আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটিই জেতার স্বাদ নিলেন তিনি।

শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করেছে লা লিগার সফলতম দল রিয়াল। সেরা হতে কেবল ১ পয়েন্ট পেলেই চলত তাদের। তবে এস্পানিয়লকে কোনো পাত্তা না দিয়ে রীতিমতো গোল উৎসব করেছে আনচেলত্তির শিষ্যরা। রদ্রিগোর জোড়া গোলের পাশাপাশি মার্কো আসেনসিও ও করিম বেনজেমার লক্ষ্যভেদে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৪-০ ব্যবধানে।

স্পেনের আগে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালিতে সেরা হয়েছেন আনচেলত্তি। অর্থাৎ কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবকটির শিরোপা ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হলো তার। ৬২ বছর বয়সী সাবেক এই ইতালিয়ান ফুটবলারের অধীনে ২০০৩-০৪ মৌসুমের সিরি আতে এসি মিলান, ২০০৯-১০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ২০১২-১৩ মৌসুমের লিগ ওয়ানে পিএসজি ও ২০১৬-১৭ মৌসুমের বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হয়েছিল।

দীর্ঘ ও বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে আনচেলত্তি জিতেছেন আরও অনেক শিরোপা। তার কোচিংয়ে মিলান দুবার (২০০২-০৩, ২০০৬-০৭) ও রিয়াল একবার (২০১৩-১৪) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ উঁচিয়ে ধরেছে। দুই দলকেই একবার করে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার কৃতিত্বও দেখিয়েছেন তিনি।

উল্লেখ্য, লা লিগার চার রাউন্ড বাকি থাকতে শিরোপা পুনরুদ্ধার করা রিয়ালের অর্জন ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট। দুইয়ে থাকা সেভিয়া পিছিয়ে আছে ১৭ পয়েন্টে। সমান ম্যাচে তারা পেয়েছে ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে তিনে থাকা বার্সেলোনার নামের পাশে রয়েছে ৬৩ পয়েন্ট। অ্যাতলেতিকো মাদ্রিদ ৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে আছে চারে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago