রেকর্ড ট্রান্সফার ফিতে চেলসিতে ফিরলেন লুকাকু

ছবি: টুইটার

ইন্টার মিলান ছেড়ে সাত বছর পর পুরনো ঠিকানা চেলসিতে ফিরলেন রোমেলু লুকাকু। তাকে পেতে নিজেদের ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।

বৃহস্পতিবার রাতে অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে লুকাকুকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্লাবটি। বেলজিয়ামের এই স্ট্রাইকারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লুজরা।

বিবৃতিতে লুকাকুর জন্য কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা উল্লেখ করেনি চেলসি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, তার ট্রান্সফার ফি ৯৭.৫ মিলিয়ন পাউন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে তার চেয়ে দামি ফুটবলার আছেন কেবল একজন। গত সপ্তাহে ১০০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে দলে টানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

প্রথম দফায় ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন মৌসুম চেলসিতে ছিলেন লুকাকু। তবে অধিকাংশ সময়ে ধারে অন্য ক্লাবে খেলতে হয় তাকে। ইতালিতে ইন্টারে পাড়ি জমানোর আগে তিনি প্রিমিয়ার লিগের আরও দুটি দলে খেলেন। এভারটনের হয়ে আলো ছড়িয়ে ২০১৭ সালে চড়া মূল্যে তিনি নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

সবমিলিয়ে প্রিমিয়ার লিগ আট মৌসুম খেলার অভিজ্ঞতা রয়েছে লুকাকুর। ১১৩ গোল নিয়ে ইংল্যান্ডের ক্লাব ফুটবলের শীর্ষ আসরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন ২০ নম্বরে।

চেলসিতে ফের যোগ দিয়ে ২৮ বছর বয়সী লুকাকু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'এই অসাধারণ ক্লাবে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত ও ধন্য। অনেক লম্বা একটি পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম একেবারেই তরুণ এবং আমার অনেক কিছু শেখার ছিল। আর এবার আমি অভিজ্ঞ ও পরিপক্ব হয়ে ফিরেছি।'

সবশেষ মৌসুমে ইন্টারকে ইতালিয়ান সিরি আর শিরোপা জেতাতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লুকাকু। লিগে ২৪ গোল করেন তিনি, সতীর্থদের দিয়ে করান আরও ১১ গোল। এমন অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

22m ago