'রোনালদোর উপদেশ মেনেই তুখোড় ফর্মে বেনজেমা'

বয়সটা ৩৪ ছুঁইছুঁই। আর এ বয়সেই কিনা ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদকে একাই টেনে নিয়ে যাচ্ছেন এ ফরাসি তারকা। অনেকে এখনই আগামী মৌসুমের ব্যালন ডি'অর দেখছেন তার হাতে। আর বেনজেমার এমন তুখোড় ফর্ম ক্রিস্তিয়ানো রোনালদোর জন্যই হয়েছে বলে মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টাইন কিংবদন্তি হোর্হে ভালদানো।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। এ তারকা যোগ দেওয়ার কিছু দিন পর বেনজেমাকেও দলে টানে রিয়াল। তখন বিশ্ব ফুটবল প্রতিষ্ঠিত রোনালদো। অন্যদিকে বেনজেমা তখন উঠতি তারকা। শুরু থেকেই তাকে নানা ধরণের উপদেশ দিয়েছেন রোনালদো। তাতেই বেনজেমা ধীরে ধীরে নিজেকে উন্নতি করেছেন বলে মনে করেন ভালদানো।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম লা গালের্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এ আর্জেন্টাইন ফুটবলার বলেছেন, "পেশাদারিত্বে উন্নতি করতে শুরু করার পর থেকেই তার (বেনজেমা) পরিবর্তন আসে। এই ছেলেটি ক্রিস্তিয়ানোর (রোনালদো) সঙ্গে খেলেছে, যে কি-না এক অসাধারণ পেশাদার খেলোয়াড়। এবং ক্রিস্তিয়ানো যে তার অনেক প্রশংসা করে, তাকে বলেছে: 'ছেলে, তোমার রিয়াল মাদ্রিদের জন্য এতে হচ্ছে না।' করিম সেই উপদেশ থেকেই শিখেছিলেন। বুদ্ধিমান মানুষেরা আরও ভালোভাবে বদলে যায়।"
তবে শুধু রোনালদোর উপদেশই নয়, তার রিয়াল ছাড়াও বেনজেমার খেলায় প্রভাব পড়েছে বলে মনে করেন ভালদানো। দলের প্রধান খেলোয়াড় চলে যাওয়ায় নিজেকে আরও দায়িত্বশীল হিসেবে গড়েছেন এ ফরাসি। ভালদানোর ভাষায়, "ক্রিস্তিয়ানোর রিয়াল ছাড়াও তার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর কারণে তাকে আরো বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করতে বাধ্য করেছিল।'
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গত ১৩ মৌসুমে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫৬৯টি ম্যাচে ২৮৯টি গোল দিয়েছেন বেনজেমা। তবে রোনালদো যাওয়ার পর গোলের হার বাড়ে তার। রোনালদোকে ছাড়া ১৫৭ ম্যাচে ৯৭টি গোল করেছেন তিনি। পাশাপাশি ৩৮টি গোলে সহায়তাও করেছেন। তবে সবচেয়ে দারুণ ছন্দে আছেন এবারই। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে দিয়েছেন ১০টি গোল। সঙ্গে ৭টি অ্যাসিস্ট।
Comments