রোনালদোর গোলে ইউনাইটেডের রোমাঞ্চকর জয়

ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে শঙ্কা জেগেছিল আরও একটি হারের। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় রেড ডেভিলরা। ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ দিকের নিখুঁত এক হেডারে আতালান্তার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে দলটি।
ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এফ' গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়া রেড ডেভিলদের হয়ে গোল করেছেন মার্কাস রাশফোর্ড ও হ্যারি মাগুইর। আতালান্তার হয়ে গোলদুটি করেছেন মারিও পাসালিচ ও মেরিহ দেমিরেল।
প্রথমার্ধে খুব একটা সুবিধা করে না উঠতে পারলেও দ্বিতীয়ার্ধের দারুণ নৈপুণ্যে জয় পায় ইউনাইটেড। মাঝমাঠের দখলও ছিল তাদের বেশি। ৫৬ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। শট নেয় ২২টি। যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখে আতালান্তা।
এদিন শুরুতে ম্যাচ গুছিয়ে নিতে পারছিল না কোনো দলই। ১৫তম মিনিটে প্রথম গোছানো আক্রমণটি করে আতালান্তা। আর প্রথম সুযোগে গোলও আদায় করে নেয় দলটি। জোসিপ ইলিসিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে দারুণ এক ক্রস করেন ডেভিড জাপাকস্তা। একেবারে ফাঁকায় থাকা মারিও পাসালিচ বল জালে পাঠাতে কোনো ভুল করেননি।
১৯তম মিনিটে রোনালদোর কাটব্যাক থেকে ব্রুনো ফার্নান্দেজের হেড ফ্রেদের শট গোলরক্ষক হুয়ান মুসো কর্নারের বিনিময়ে না ঠেকালে সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। এর ১০ মিনিট পর উল্টো ব্যবধান দ্বিগুণ করে আতালান্তা। কুপমাইনার্সের কর্নার থেকে ফাঁকায় থেকে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন দেমিরাল।
প্রথমার্ধের শেষ দিকে গোল করার দুটি দারুণ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। ৪৪তম মিনিটে অল্পের জন্য ফ্রেদের শট লক্ষ্যভ্রষ্ট। পরের মিনিটে রাশফোর্ডের শট বারপোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেও গোল পেতে পারতো স্বাগতিকরা। ফার্নান্দেজের বাড়ানো বলে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন রোনালদো। তবে তার শট দারুণ দক্ষতায় ঠেকান আতালান্তা গোলরক্ষক মুসো। পাঁচ মিনিট পর ব্যবধান কমায় ইউনাইটেড। ভুলটা করে কুপমাইনার্স। তার ব্যকপাস ধরে বাঁ প্রান্তে রাশফোর্ডকে বাড়ান ফার্নান্দেজ। দারুণ এক কোণাকোণি শটে বল জালে পাঠান এ ইংলিশ ফরোয়ার্ড।
৫৮তম মিনিটে ফের বারপোস্টে লেগে ফিরে আসে ইউনাইটেডের প্রচেষ্টা। গ্রিনউডের কাটব্যাক থেকে ম্যাকটমিনির শট বারপোস্টে লেগে ফিরে আসে। ছয় মিনিট পর অসাধারণ এক সেভ করেন মুসো। ফার্নান্দেজের থ্রু বলে গোলরক্ষককে একা পেয়ে যান রোনালদো। ভালো শটও নেন এ পর্তুগিজ। তবে দারুণ দক্ষতায় ঠেকান মুসো।
৭১তম দুই দফা ইউনাইটেডকে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দি গিয়া। প্রথমে দুভান জাপাতার শট ঝাঁপিয়ে ঠেকান। এরপর রুসলান মালিনোভস্কির শট কর্নারের বিনিময়ে ঠেকান এ স্প্যানিশ গোলরক্ষক। তিন মিনিট পর কর্নার থেকে ফাঁকায় হেড নেওয়ার সুযোগ ছিল মাগুইরের। তবে গোলরক্ষক বরাবর তা ঠেকাতে সমস্যায় পড়তে হয়নি মুসোকে।
পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। ফার্নান্দেজের ক্রস শেডো করে ছেড়ে দেন কাভানি। ফাঁকায় বল পেয়ে যান মাগুইর। দারুণ এক বল জালে পাঠান এ ডিফেন্ডার। ৮০তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। অবিশ্বাস্য এক সেভ করেন মুসো। ব্রুনো ফার্নান্দেজের শট অসাধারণ দক্ষতায় ঠেকান এ আর্জেন্টাইন গোলরক্ষক।
৮১তম এগিয়ে যায় ইউনাইটেড। লুক শর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা। এরপর সমতায় ফেরার চেষ্টা চালালেও গোল পায়নি আতালান্তা। স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।
Comments