রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন গোলমেশিন বেনজেমা

ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর তার শূন্যস্থানটা খুব ভালোভাবে পূরণ করে যাচ্ছেন করিম বেনজেমা। ক্যারিয়ারের শেষ ধাপে এসে নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন ফরাসি স্ট্রাইকার। চলতি মৌসুমে তো আরও দুর্ধর্ষ হয়ে উঠেছেন তিনি। গোলের পর গোল করে প্রতিপক্ষ ক্লাবগুলোর বুকে বারবার তিনি ধরিয়ে দিচ্ছেন কাঁপন। অসাধারণ সময় কাটানো বেনজেমা এবার ভাগ বসিয়েছেন এক সময়ের ক্লাব সতীর্থ রোনালদোর একটি রেকর্ডে।
বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছে তারা। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের অগ্রগামিতায় লস ব্লাঙ্কোসরা পৌঁছে গেছে স্বপ্ন পূরণের দুয়ারে।
অথচ ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাব রিয়াল। এরপর প্রত্যাবর্তনের আরেকটি স্মরণীয় মহাকাব্য রচনা করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৯০তম মিনিটে লক্ষ্যভেদ করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো পরের মিনিটে ফের কাঁপিয়ে দেন ম্যান সিটির জাল। তাতে রোমাঞ্চকর লড়াইটি গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫তম মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষ গোলরক্ষক এদারসনকে ফাঁকি দিয়ে দুই লেগ মিলিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন বেনজেমা। লিড ধরে রেখে অবিশ্বাস্য জয়ে প্যারিসে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেয় রিয়াল।
ম্যান সিটির বিপক্ষে গোলটি চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বেনজেমার দশম। এতদিন রেকর্ডটি এককভাবে দখলে রেখেছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রোনালদো। ২০১৬-১৭ মৌসুমে রিয়ালের হয়েই নকআউটে দশ গোল করেছিলেন পর্তুগিজ মহাতারকা। বেনজেমার সামনে সুযোগ রয়েছে তাকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে নকআউটে সবচেয়ে বেশি গোলের তালিকায় এককভাবে শীর্ষে উঠে যাওয়ার। সেজন্য সেরা মঞ্চটাই পাচ্ছেন তিনি। আর ফাইনালের প্রতিপক্ষ লিভারপুলের বিপক্ষেও তার পারফরম্যান্স দুর্দান্ত। চ্যাম্পিয়ন্স লিগে অলরেডদের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে চার গোল করেছেন তিনি।
সবমিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৩৪ বছর বয়সী বেনজেমার গোল ১৫টি। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিশ্চিতভাবেই উঠছে তার হাতে। ১৩ গোল করা রবার্ত লেভানদভস্কির বায়ার্ন মিউনিখ ও ১১ গোল করা সেবাস্টিয়ান হলারের আয়াক্স আমস্টারডাম আগেই বাদ পড়ে গেছে আসর থেকে। টিকে থাকাদের মধ্যে বেনজেমার নিকতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের মোহামেদ সালাহর নামের পাশে রয়েছে আট গোল।
'বেনজেমানামা' শেষ হচ্ছে না এখানেই। অন্য একটি রেকর্ড ইতোমধ্যে নিজের একার করে নিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বোচ্চ সাতটি গোলের কীর্তি এখন তার দখলে। কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোলের পর ম্যান সিটির বিপক্ষে সেমিতে তিন গোল এসেছে তার কাছ থেকে।
রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেনজেমা। নিজের স্বীকৃত পেজে তিনি লিখেছেন, 'আবেগে টইটুম্বুর একটি রাত! এই দল ও মাদ্রিদিস্তাদের (রিয়ালের সমর্থকদের এই নামে ডাকা হয়) নিয়ে আমি গর্বিত। ধন্যবাদ সবাইকে। ফ্রান্সে অনুষ্ঠেয় ফাইনালে দেখা হচ্ছে।'
Comments