'রোনালদো ভাবে সে ঈশ্বর এবং যা ইচ্ছা তাই করতে পারবে'

১৪ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে জ্যাকব হার্ডিংয়ের হাতে আঘাত করে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিষয়টি মেনে নিতে পারছেন না খোদ তার ভক্তরাও। তার খেপেছেন অনেক সাবেক-বর্তমান তারকারাও। সাবেক নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুল ডিফেন্ডার হোসে এনরিকে তো রোনালদোকে মানুষ হিসেবে অপছন্দ করেন বলেই জানিয়েছেন।

ঘটনাটি ঘটে গত শনিবার। প্রথমবারের মতো ফুটবল ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন জ্যাকব। গুডিসন পার্কে প্রিয় দল এভারটনের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। মূলত হালের অন্যতম সেরা তারকা রোনালদো প্রতিপক্ষ থাকায় তার আগ্রহটা বেশিই ছিল। কিন্তু মাঠে উল্টো রোনালদোর কাছ থেকে সরাসরি আঘাত পান জ্যাকব।

অবনমন অঞ্চলে লড়াই করতে থাকা এভারটনের কাছে হারের পর মেজাজ ঠিক রাখতে পারেননি রোনালদো। ডাগআউটে ফেরার সময় তার ভিডিও করার চেষ্টা করছিলেন জ্যাকব। কিন্তু হঠাৎই তার হাতে আঘাত করে বসেন রোনালদো। তাতে হাত থেকে পড়ে ভেঙে যায় জ্যাকবের মোবাইলও।

এ ঘটনায় রোনালদোকে নিন্দা জানিয়ে সামাজিকমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান এনরিকে, 'আমি সবসময়ই এটা বলে আসছি। আমি তাকে পছন্দ করি না। রোনালদো ভাবে সে ঈশ্বর এবং যা ইচ্ছা তাই করতে পারবে। এর মানে সে ইতিহাসের অন্যতম খেলোয়াড় নয় এটা বলছি না কিন্তু মানুষ হিসেবে আমি তাকে পছন্দ করি না।'

অবশ্য সে ঘটনায় পরে ক্ষমা চেয়েছেন রোনালদো। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'আমরা (ম্যানচেস্টার ইউনাইটেড) যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এ রকম কঠিন সময়ে আবেগ নিয়ন্ত্রণ করা কখনোই সহজ ব্যাপার নয়। তবে যাই হোক না কেন, আমাদের সব সময় শ্রদ্ধাশীল, ধৈর্যশীল হতে হবে এবং উদাহরণ তৈরি করতে হবে তরুণদের জন্য, যারা এই সুন্দর খেলাটিকে ভালোবাসে। রাগে ফেটে পড়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ফেয়ার-প্লে ও খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ হিসেবে সম্ভব হলে ওই সমর্থককে আমি ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই।'

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago