'রোমাই দিবালার জন্য সঠিক ক্লাব'

শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব এএস রোমায় যোগ দিয়েছেন পাওলো দিবালা। যে বেতনে এই ক্লাবে যোগ দিয়েছেন, সে বেতনে আরও প্রতিষ্ঠিত ক্লাবে যোগ দিতে পারতেন এ আর্জেন্টাইন। কিন্তু তিনি বেছে নেন রোমাকেই। আর এটাই তার জন্য সঠিক ক্লাব বলে মনে করেন জুভেন্টাস কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।
২০১৫ সালে জুভেন্টাসে দিবালাকে এনেছিলেন আলেগ্রি। তার অধীনেই জুভেন্টাসে ক্যারিয়ারের সেরা ছন্দে ছিলেন এ আর্জেন্টাইন তারকা। হয়েছিলেন সিরিআর বর্ষসেরা খেলোয়াড়ও। দিবালা সম্পর্কে খুব ভালো করেই জানেন এ কোচ। নিজের অভিজ্ঞতা থেকে এ আর্জেন্টাইন তারকা সম্পর্কে এমন মন্তব্য করেছেন আলেগ্রি।
সম্প্রতি ডিএজেডএনের সঙ্গে আলাপকালে দিবালার মঙ্গল কামনা করে এ কোচ বলেন, 'আমি বিশ্বাস করি এটা তার জন্য সঠিক ক্লাব এবং আমি তাকে শুভকামনা জানাই। সে এমন একজন খেলোয়াড় যে জুভেন্টাসকে অনেক কিছু দিয়েছে এবং আমি মনে করি সে রোমায় খুব ভালো করবে।'
আর কেন রোমাই দিবালার জন্য সঠিক ক্লাব তার ব্যাখ্যাও দিয়েছেন আলেগ্রি, 'সে টেকনিক্যালি খুবই উন্নত একজন খেলোয়াড়, (ট্যামি) আব্রাহামের সামনে সে ভালো করবে। তারপর সেখানে আপনার (ম্যানেজার জোসে) মরিনহো রয়েছেন, যিনি খুবই ভালো কোচ।'
দেখতে শান্ত-শিষ্ট হলেও দল-বদলের বাজারে এবার বেশ খ্যাপাটে আচরণ করেছেন দিবালা। জুভেন্টাস থাকাকালীন সময়ে চুক্তি নবায়নের খুব কাছেই ছিলেন। মৌখিক চুক্তিটা এক রকম হয়েই ছিল। কিন্তু আনুষ্ঠানিক চুক্তির আগে বেঁকে বসে তুরিনের ক্লাবটি।
বার্ষিক ৮ মিলিয়ন ইউরো বেতন-ভাতায় আলোচনা চূড়ান্ত ছিল জুভেন্টাসের সঙ্গে। কিন্তু ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে দলে টানার পর বেঁকে বসে ক্লাবটি। দিবালার বেতন এক মিলিয়ন ইউরো কমিয়ে সাত মিলিয়ন ইউরো দিতে চায় তারা। কিন্তু কথা দিয়ে তা না রাখায় মানেননি দিবালা।
সেই সাত মিলিয়ন ইউরোতে সে সময় ইন্টার মিলানের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেন দিবালা। কিন্তু চেলসি থেকে রোমেলু লুকাকুকে দলে ফেরাতে পারায় এবার তারা সাত মিলিয়ন থেকে কমিয়ে ছয় মিলিয়ন ইউরো দিতে চায়। তাও আবার শর্তসাপেক্ষে। প্রথমে পাঁচ মিলিয়ন, বাকি এক মিলিয়ন কেবল মাত্র নির্দিষ্ট পরিমাণ ম্যাচ খেলতে পারলেই। তাতেও রাজী হননি।
এরপর কিছুদিন সময় নিয়ে আলোচনা করেন নাপোলি ও রোমার সঙ্গে। শেষ পর্যন্ত সাড়ে মিলিয়ন ইউরো ও দেড় মিলিয়ন ইউরো বোনাস অর্থাৎ সবমিলিয়ে ছয় মিলিয়ন ইউরোতে যোগ দেন রোমাতে। অথচ এ প্রস্তাব ছিল ইন্টারেও। অপেক্ষাও ছিল নেরারুজ্জিরা।
Comments