রোমাকে কনফারেন্স লিগের ফাইনালে তুললেন মরিনহো

গত বছরের মে'তে হুট করেই এএস রোমার দায়িত্ব গ্রহণ করেন স্পেশাল ওয়ান জোসে মরিনহো। মাঝারী দলটির নিয়ে সিরিআতে ভালোই লড়াই করেছিল তারা। তবে শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেননি। তবে ইউরোপা কনফারেন্স লিগে দারুণ গতিতে ছুটছে তার দল। ইংলিশ ক্লাব লেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে দলটি।
ইতালির রাজধানীর স্তাদিও অলিম্পিকোতে বৃহস্পতিবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে রোমা। প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে ২-১ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কাটে মরিনহোর দল।
এদিন ম্যাচের ১১তম মিনিটেই জয়সূচক গোলটি করেন চলতি মৌসুমে চেলসি থেকে রোমায় যোগ দেওয়া টমি আব্রাহাম। লরেঞ্জো পেলেগ্রিনির কর্নার থেকে দারুণ হেড লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। এরপর সমতায় ফেরার চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি লেস্টার।
আগামী ২৫ মে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে মুখোমুখি হবে রোমা। আগের দিন মার্সেইয়ের সঙ্গে ০-০ গোলে ড্র করার করে সামগ্রিকভাবে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে ডাচ ক্লাবটি।
এদিকে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে বার্সেলোনাকে বিদায় করে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। আগের দিন ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামকে ১-০ গোলের ব্যবধানে হারায় তারা। প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল জার্মান ক্লাবটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব রেঞ্জার্স। আগের দিন আরবি লাইপজিগকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় ফাইনালে নাম লেখায় তারা।
Comments