লাল তালিকার দেশে ফুটবলার ছাড়বে না ইপিএল

আগামী মাসের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ সবগুলো ল্যাতিন দল। একই সঙ্গে নামছে আফ্রিকার দলগুলোও। কিন্তু সেখানে খেলতে পারবেন না অনেক তারকা খেলোয়াড়ই। কারণ লাল তালিকায় থাকা দেশগুলোতে ফুটবলারদের যাওয়ার অনুমতি দেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)।

যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে ইপিএলকে। লাল তালিকায় থাকা দেশগুলো থেকে যুক্তরাজ্যে ফেরার পর ফুটবলারদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই ক্লাবের হয়ে একাধিক ম্যাচ খেলতে পারবেন না এ ফুটবলাররা।

এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, লাল তালিকায় থাকা দেশগুলোতে খেলোয়াড় যেতে না দেওয়ার সিদ্ধান্ত অনিচ্ছাকৃত হলেও তা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে ক্লাবগুলো। তাই ১৯টি ক্লাবের প্রায় ৬০ জন খেলোয়াড়দের ২৬টি দেশে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যেতে দিচ্ছে না তারা।

আর খেলোয়াড়দের তালিকাতে আছেন অনেক বড় মানের তারকারাও। এক ব্রাজিল থেকেই আছেন এদেরসন মোয়ারেস, গাব্রিয়েল জেসুস, অ্যালিসন বেকার, ফ্যাবিনহো, রবের্তো ফিরমিনো, রিচার্লিসন, ফ্রেড, থিয়াগো সিলভা ও রাফিনহোর মতো খেলোয়াড়রা। আর্জেন্টিনা পাবে না এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়াদের। লিভারপুল তারকা মোহামেদ সালাহও যেতে পারছেন না মিশরে।

ফিফার নিয়ম মেনেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ। যদিও ইংলিশ ক্লাবগুলো কোয়ারেন্টিন নিয়ে ছাড় চেয়েছিল ব্রিটিশ সরকারের কাছে। কিন্তু সরকার কোনো ছাড় দিতে রাজি হয়নি।

Comments

The Daily Star  | English

Five arrested in Chattogram for repackaging stolen phones with altered IMEI

A team of CMP also recovered 342 stolen mobile phones of various brands, six laptops, and a large amount of cash

16m ago