'লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ না জিতলে ৫০ গোল করে লাভ কী?'

ছবি: টুইটার

ক্লাব পর্যায়ে ব্যক্তিগত সাফল্য উপভোগ করলেও দলীয়ভাবে গত মৌসুমটা ভালো কাটেনি কিলিয়ান এমবাপের। তার দল পিএসজি হাতছাড়া করে ফরাসি লিগ ওয়ানের শিরোপা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তাদের যাত্রা থামে সেমিফাইনালে। এই ব্যর্থতা পীড়া দিয়েছে ফ্রান্সের তারকা স্ট্রাইকার এমবাপেকে। তিনি বলেছেন, নিজে গোল কম করলেও দল যদি বড় বড় শিরোপা জেতে, সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

সবশেষ ২০২০-২১ মৌসুমে দুইটি ঘরোয়া শিরোপা জিতেছিল ফরাসি পরাশক্তি পিএসজি। তবে ঘরোয়া লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ থেকে গিয়েছিল অধরা। চ্যাম্পিয়ন লিলের পেছনে থেকে ফরাসি লিগ ওয়ানে তারা হয়েছিল দ্বিতীয়। আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে দুই লেগেই কুপোকাত হয়ে তারা বাদ পড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি থেকে। প্রথম দেখায় ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারের পর ফিরতি দেখায় প্রতিপক্ষের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা পরাস্ত হয় ২-০ গোলে।

কাঙ্ক্ষিত দলগত সাফল্য না পেলেও ২২ বছর বয়সী এমবাপের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল নজরকাড়া। আগের মৌসুমগুলোর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিপক্ষ গোলরক্ষকদের দুঃসময় উপহার (!) দেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪২ গোল করেন তিনি। গোলের হিসাবে যা তার ক্যারিয়ারের সেরা মৌসুম। আগে কোনো মৌসুমেই ৪০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি তিনি। ২৭ গোল করে ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

নিজের অর্জনের ঝুলি সমৃদ্ধ হলেও ক্লাবের ব্যর্থতায় অতৃপ্তি আর হতাশা জমা হয়েছে এমবাপের মনে। কারণ শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা হতে পারাটা তার কাছে মুখ্য। পিএসজির নিজস্ব টেলিভিশন স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি বলেন, 'গত বছরটা আমার দারুণ কেটেছে। আমি ৪০ গোল করেছি। কিন্তু আমরা লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি।'

'(মৌসুম) শেষে আমি গভীরভাবে ভেবেছি, যদি আমরা (শিরোপা) না জিতি তাহলে ৫০ গোল করে লাভ কী? আমি বরং এর চেয়ে কম গোল করে লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইব।'

'এটা খুব ভালো একটা মৌসুম ছিল কিন্তু পুরোপুরি উপভোগ করতে পারিনি। (আমাদের) উদ্দেশ্য হলো শিরোপা জেতা। সেগুলোই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।'

অল্প বয়সেই তারকাখ্যাতির চূড়ায় পৌঁছে যাওয়া এমবাপে জানান, ঘাবড়ে না গিয়ে চাপকে বরং সাদরে গ্রহণ করেন তিনি, 'আমি চাপ অনুভব করতে চাই, চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। আমি সবসময় নিজের কাঁধে দায়িত্ব নিতে চেয়েছি। আমি চাপের মধ্যে পড়তে চাই, সবকিছু শেষ পর্যন্ত হতাশায় পর্যবসিত হলেও। (কারণ) এটা শেখার একটি প্রক্রিয়া। আমি কখনও লুকিয়ে থাকি না।'

'কারণ আমরা উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে খেলতে চাই, যে খেলাগুলো সবাই দেখে। আমি চাপকে ইতিবাচক হিসেবে দেখি।'

চলমান ২০২১-২২ মৌসুমেও দারুণ ছন্দে আছেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে করেছেন ১৩ গোল। পিএসজিও লিগ শিরোপা পুনরুদ্ধারে তীব্র গতিতে ছুটছে। এক ম্যাচ বেশি খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিম্পিক মার্সেইয়ের চেয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে তারা। ম্যান সিটির পেছনে থেকে গ্রুপ রানার্সআপ হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জায়গা করে নিয়ে অবশ্য কঠিন লড়াইয়ের মুখে পড়েছে পিএসজি। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার সফলতম ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

9h ago