লেভানদোভস্কির সঙ্গে কোনো চুক্তি হয়নি: বার্সেলোনা

পোলিশ সংবাদমাধ্যম ইন্টেরিয়া-স্পোর্টের বরাতেই গুঞ্জনটি ছড়িয়ে পড়েছিল ফুটবল পাড়ায়। বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানদোভস্কির সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে বলে জানিয়েছিল তারা। কিন্তু সেটা গুঞ্জন বলেই জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এ খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেউ আলেমানি।

গুঞ্জনটি ছড়িয়ে পড়ার পরদিনই আরও একবার নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বায়ার্ন। এই গ্রীষ্মেই লেভানদোভস্কিকে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলেই জানায় ক্লাবটি। তবে যদি না বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এ তারকা যদি নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানান।

আগের দিন ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নামার আগে এ প্রসঙ্গে আলেমানি বলেন, 'এই ফরোয়ার্ডের (লেভানদোভস্কি) সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই, নিজেদের পাতাগুলো পূরণ করার জন্য অনুমান করে একটা ভালো গল্প ছড়িয়েছে গণমাধ্যম। এটা সত্য নয়। আমরা যদি তাকে চাইতাম, তাহলে প্রথমে আমরা তার ক্লাবের সঙ্গে কথা বলতাম।'

তবে গত মৌসুমের শুরুতেই নতুন চ্যালেঞ্জ নিতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন লেভানদোভস্কি। যদিও শেষ পর্যন্ত থেকে গেছেন বায়ার্নেই। তবে আগামী মৌসুমেই সে স্বপ্ন পূরণ করতে পারেন বলেই গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ইন্টেরিয়া-স্পোর্ট জানায়, কাতালান ক্লাবটির সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে লেভানদোভস্কির মুখপাত্র পিনি জাহাবির। তাতে ইতিবাচক সাড়াই পেয়েছে বার্সেলোনা। দলবদলের আলোচনা অনেকটা চুক্তির পর্যায়ে পৌঁছে গেছে। আগামী গ্রীষ্মেই তিন বছরের মাল্টিমিলিয়ন চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ। বায়ার্নের সঙ্গে লেভানদোভস্কির চুক্তির মেয়াদ ফুঁড়বে ২০২৩ সালের ৩০ জুন।

মূলত জাভির চাওয়াতেই একজন বক্স স্ট্রাইকারের খোঁজে আছে বার্সেলোনা। অন্যদিকে লেভাও চাচ্ছেন নতুন চ্যালেঞ্জ নিতে। তাতেই দিয়ে দুইয়ে চার মিলিয়ে নিয়েছেন অনেকেই। তবে লেভাকে পেতে আরও বেশ কিছু জায়ান্ট ক্লাবই আগ্রহী। লিভারপুল, পিএসজি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব তাকে বিভিন্ন সময়ই চেয়েছে।

গত কয়েক মৌসুমে অতিমানবীয় ফুটবল খেলছেন লেভানদোভস্কি। চলতি মৌসুমেও দুর্দান্ত। এ মৌসুমে ৪১ ম্যাচ খেলে করেছেন ৪৭ গোল। সবমিলিয়ে বায়ার্নের হয়ে আট মৌসুমে ৩৭০ ম্যাচে ৩৪১টি গোল করেছেন এ তারকা। ক্যারিয়ারের মতো ৭৪০ ম্যাচ খেলে করেছেন ৫৩৭ গোল।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago