৬১ বছর পর আবার এমন কিছু দেখল ইতালি

চোট সমস্যার কারণে আগের দিন লিথুনিয়ার বিপক্ষে জর্জিনহো বাদে সিনিয়র খেলোয়াড় কেউই মাঠে ছিলেন না ইতালি দলের। তাই স্বাভাবিকভাবেই আজ্জুরিদের নেতৃত্বের দায়িত্বটা পেয়ে যান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জর্জিনহো। ফলে ৬১ বছর পর আবার একজন অ-স্থানীয় ইতালিয়ান অধিনায়ক দেখল দেখল দেশটি।

বুধবার ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে 'সি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লিথুনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। ম্যাচে ৫-০ গোলের বড় জয়ই পেয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী জর্জিনহো ইতালি জাতীয় দলের হয়ে আগের দিন ২৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন। সিনিয়র সতীর্থরা না থাকায় নেতৃত্বের আর্মব্যান্ড পেয়ে যান ১৫ বছর বয়সে ব্রাজিল ছেড়ে ইতালিতে চলে আসা জর্জিনহো।

জর্জিনহো ইতালিতে প্রথম অ-স্থানীয় অধিনায়ক নন। এর আগে ১৯৫৯-৬০ সালে আর্জেন্টাইন বংশোদ্ভূত মিগুয়েল আনহেল মনতৌরি ইতালির অধিনায়কত্ব করেছিলেন। ১৯৫৫ সাল থেকে ১৯৬১ সাল পর্যন্ত ইতালির হয়ে খেলেছিলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এ ফুটবলার।

ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিউরেন্টিনায় কাটানো মনতৌরি ইতালির হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। তাতে ২টি গোল করেছেন তিনি। ১৯৫৯ সালে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় তার। এরপর ১৯৬০ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষবার অধিনায়কত্ব করেন তিনি।

Comments