আইপিএল দেখতে গিয়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
'ক্রিকেটের কোনো সীমারেখা নেই,' এই প্রবাদ বাক্যটি আরও একবার যেন প্রমাণিত হলো! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছিলেন এক বাংলাদেশি।
মোহাম্মদ ইব্রাহিম নামের ৩১ বছর বয়সী ওই ব্যক্তিকে গত শুক্রবার রাতে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জিজ্ঞাসাবাদের পর তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিমকে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগণা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছ থেকে আটক করা হয়েছিল। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
আটকের বিষয়ে বিএসএফের একজন কর্মকর্তা বলেছেন, 'জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি বলেন যে তিনি একজন ক্রিকেটভক্ত এবং মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখার জন্য।'
ওই কর্মকর্তা যোগ করেছেন, 'সীমান্ত পার হওয়ার জন্য এক দালালকে পাঁচ হাজার টাকা দেন তিনি।'
Comments