দলের কি রোহিতের উপর ভরসা ছিল না, প্রশ্ন গাভাস্কারের

ব্যাট করতে নেমেই ওপেনিং জুটিতে বিস্ময় উপহার দেয় ভারত। লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মা নন, ওপেন করতে নামেন ইশান কিশান। কিন্তু এই তরুণ হন ব্যর্থ, তিনে নেমে রোহিতও তা-ই। চরম ব্যাটিং ব্যর্থতায় ডুবে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের পরিকল্পনা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান সুনিল গাভাস্কার প্রশ্ন তুলেছেন, ট্রেন্ট বোল্টের ভয়ে রোহিতকে নিচে নামিয়ে দেওয়া তার উপর অনাস্থা কিনা?
রোববার রাতে দুবাইতে টস হেসে ব্যাট করতে গিয়ে ধুঁকতে থাকে ভারতের ইনিংস। ৪৮ রানের মধ্যেই ফিরে যান ৪ গুরুত্বপূর্ণ ব্যাটার। তৃতীয় ওভারে ৮ বলে ৪ রান করে ফেরেন ইশান। রোহিত নেমে একবার জীবন পেয়েও ১ ছয়, ১ চারে ১৪ রানে থামান দৌড়।
রাহুল থিতু হয়েও বিলিয়ে দেন নিজেকে। অধিনায়ক ১৭ বল খুইয়ে ৯ রান করে ফেরেন। ভারত ১১০ রান করে মূলত সাতে নামা রবীন্দ্র জাদেজার ১৯ বলে ২৬ রানে। কিউই ব্যাটসম্যানরা যদিও ওই রান অনেকটা তুড়ি মেরেই উড়িয়ে দেন।
এই ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের আশা এখন ভারতের নিভু নিভু। ভারতীয় গণমাধ্যমেও সমালোচনা মুখর সাবেকরা। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতকারে যেমন গাভাস্কার প্রশ্ন তুলেছেন দলের চিন্তা নিয়ে, 'ইশান কিশান হলো মারো অথবা মরো ধরণে খেলোয়াড়। এই ধরণের ব্যাটসম্যান চার-পাঁচে ভালো। সে তাহলে দলের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারত। এখন আমরা রোহিত শর্মাকে কি বার্তা দিলাম? বোঝালাম যে ট্রেন্ট বোল্টের বাঁহাতি পেস খেলতে তার উপর ভরসা করি না?'
'একটা পজিশনে অনেক বছর ধরে খেলা কোন খেলোয়াড়ের বেলায় যখন এমন করবেন, সে নিজেই ভাবতে পারে তার সামর্থ্য নেই। যদি ইশান ৭০ রানের বেশি করত তাহলে আমরা সাধুবাদ দিতাম। কিন্তু যখন এটা কাজে দিল না, আপনাকে সমালোচনা নিতে হবে।'
টস হেরে যাওয়ার পরই আতঙ্ক চেপে ধরে ভারতকে। শিশিরের ফ্যাক্টর মাথায় নিয়ে খেলতে থাকায় তাদের ব্যাটিংয়ে পড়ে নানান উল্টো-পালটের ছাপ। গাভাস্কার বলছেন সব দায় নিতে হবে টিম ম্যানেজমেন্টকে, 'আমি জানি না তারা ব্যর্থতার ভয় থেকে এটা করেছে কিনা। কিন্তু যাই করেছে আজ সেটা কাজে লাগেনি। সব দায়ভার টিম ম্যানেজমেন্টে।'
Comments