পরের বিশ্বকাপের যে সমীকরণও থাকবে মাহমুদউল্লাহদের মাথায়

Mahmudullah
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: বিসিবি

সেমি-ফাইনালের স্বপ্ন নিভে যাওয়া কোন দল শেষ ম্যাচগুলোতে পেতে যায় সান্ত্বনায় জয়। তবে বাংলাদেশের জন্য কেবল সান্ত্বনাই নয়, আছে পরের বিশ্বকাপের জন্য প্রাপ্তির সুযোগও। বাছাইয়ের আদলে প্রথম রাউন্ড না খেলে সরাসরি সুপার টুয়েলভে খেলার সমীকরণ নির্ভর করছে যে এই শেষ দুই ম্যাচের উপর। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে এক লাফে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছিল বাংলাদেশ। কিন্তু এই আসরে বড় বড় সব হোঁচটে র‍্যাঙ্কিং আবার নেমে গেছে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারের সঙ্গে উপরে থাকা ইংল্যান্ডের সঙ্গে হেরে  এখন  ৯ নম্বরে বাংলাদেশ।

এই অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করলে অস্ট্রেলিয়ায় আগামী বছর হতে যাওয়া পরের বিশ্বকাপেও প্রথম রাউন্ড খেলতে হবে।

আইসিসি জানিয়েছে, সুপার টুয়েলভে উঠা সবগুলোই দলই সরাসরি পরের বিশ্বকাপ খেলবে। কিন্তু সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮ দল। ফাইনালে উঠা দুই দল ছাড়া যোগ দেবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ছয় দল। অর্থাৎ সুপার টুয়েলভ নিশ্চিত করতে থাকতে হবে সেরা আটে।

র‍্যঙ্কিংয়ে উপরে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারালে বাংলাদেশের সেই সুযোগ থাকবে যথেষ্ট। এক ম্যাচ জিতলেও থাকবে সম্ভাবনা। কিন্তু কোন ম্যাচ না জিতলে পুড়তে হবে হতাশায়।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী অল্প ব্যবধানে এগিয়ে বাংলাদেশের উপরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। বাকি ম্যাচগুলোতে ক্যারিবিয়ানদের ফলের উপরও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান। গত রাতে ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় তারা এখন দশে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালে তাদেরও অবস্থান ভালো করার সুযোগ থাকছে। সাতে থাকা আফগানিস্তানেরও নিজেদের আরও ভাল জায়গায় নেওয়ার সম্ভাবনা আছে।

নিজেরা না জিতলে অবশ্য বাকিরা কে কি করল তাতে খুব একটা ফারাক হবে না বাংলাদেশের অবস্থানের। কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন,  এমন ম্যাচের আগে দল আছে ফুরফুরে। পরের ধাপে যাওয়ার আশা নিভে যাওয়ায় একধরণের বাড়তি চাপও দলের উপর থেকে সরে গেছে। এই অবস্থায় তারা খেলতে চান সেরা ক্রিকেট।

মঙ্গলবার বিকেল ৪টায় আবুধাবি দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার একই সময়ে দুবাইতে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Comments