'রাতারাতি সব হয়ে যায় না'

দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরে শুরু। পরের দুই ম্যাচ জিতে কোনো মতে সুপার টুয়েলভে পা রাখে বাংলাদেশ। সেখানে টানা তিন ম্যাচেই হার। তাতে বিদায় প্রায় নিশ্চিত টাইগারদের। কিন্তু তারপরও দল উন্নতির মধ্যেই রয়েছে বলে দাবি করলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ঘরের মাঠে পাওয়া জয়কে সামনে তুলে ধরে উল্টো সমালোচকদের ধুয়ে দিয়েছেন এ দক্ষিণ আফ্রিকান কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বড় আশা নিয়ে মধ্যপ্রাচ্যে উড়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু মাঠে টাইগারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই একজন খেলোয়াড়ের বিচ্ছিন্ন পারফরম্যান্স ছাড়া আহামরি কিছুই করতে পারেনি দলটি। উল্টো সংবাদ সম্মেলনে বেশ কড়া মন্তব্য করে সমালোচনাটা আরও বাড়িয়ে দিয়েছেন টাইগাররা। এবার সে ধারায় কোচ ডমিঙ্গো বললেন, 'রাতারাতি সব হয়ে যায় না।'
বিশ্বকাপে যাওয়ার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। মূলত ঘরের মাঠের প্রচণ্ড টার্নিং উইকেটের সুবিধা নিয়েই জিতেছে দলটি। বিশ্বকাপ সামনে রেখে বিসিবির এমন কার্যকলাপের সমালোচনা তখনই হয়েছে। তবে সে জয়গুলোকে সামনে তুলে ধরেন ডমিঙ্গো। যদিও সংযুক্ত আরব আমিরাতে দেশের সেই উইকেটের কিছুটা কাছাকাছি পেয়েও ব্যর্থ বাংলাদেশ। যে কারণে টাইগারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে আরও বেশি।
এ সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজদের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে সোমবার সংবাদ সম্মেলনে এ প্রোটিয়া কোচ বলেন, 'আমরা জানি এটা (ক্রিকেট) একটি জাতীয় খেলা। ফলাফল ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ। তবে গত ১২ মাসে টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ের রেকর্ড রয়েছে দলটির। আমরা কিছু বড় সিরিজ জিতেছি। আমার মনে হয় সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে দুটি সংকীর্ণ হারকে ভিত্তি করে দলকে বিচার করা খুবই অন্যায় হবে।'
দল উন্নতির মধ্যে রয়েছে দাবি করে এ কোচ বলেন, 'দল বড় অগ্রগতি করেছে। কিছু তরুণ খেলোয়াড় আছে। কোনোভাবেই আমাদের সব শেষ হয়ে যায়নি। উন্নতির অনেক জায়গা আছে। আমি জানি চারপাশে অনেক নেতিবাচক দিক রয়েছে, কিন্তু ইতিবাচক হওয়ারও অনেক কিছু আছে। আমি জানি নির্দিষ্ট কিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফের কিছু দিক নিয়ে সমালোচনা করা হচ্ছে। তবে, আমি মনে করি দলটি ব্যাপকভাবে এগিয়েছে।'
দেশের মাটিতে সেই দুই সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়েছে বাংলাদেশ। সে সাফল্যকে দেশের সবচেয়ে বড় সাফল্য দাবি করে আরও বলেন, 'আট মাস বিশ্বের ১১ নম্বরে থেকে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকাটা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। কিন্তু আমরা জানি যে আমাদের যেখানে থাকা দরকার ছিল তার থেকে অনেক দূরে রয়েছে। তবে রাতারাতি সব হয়ে যায় না। এটা একটা প্রক্রিয়া। এক বছরের মধ্যে আরেকটি বিশ্বকাপ আছে, জিনিসগুলো ঠিক করতে হবে।'
Comments