লিটনকে মিডল অর্ডারে খেলানোর ভাবনাও আলোচনায়

ওপেন করতে নেমে নিজের ইনিংসটা কীভাবে সাজাবেন ঠিক যেন বুঝে উঠতে পারছেন না লিটন দাস। আগে এক সময় উড়ন্ত শুরুই ছিল তার মাথায়। এখন ঝড়ো ব্যাটিং নাকি সময় নিয়ে ইনিংস তৈরি- এই দোলাচলে ঘুরপাক খেয়ে ভুগছেন রান খরায়। ডানহাতি এই ব্যাটার শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনে নেমে মাঝের ওভারে ইনিংস টেনেছেন স্বাচ্ছন্দ্যে। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানালেন লিটনকে নিচে নামিয়ে দেওয়ার ভাবনা নিয়েও আলোচনা হয়েছে তাদের।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রান খরায় ভুগতে থাকা লিটন ছিলেন বাদ পড়ার শঙ্কায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪২ রান তাড়ায় তিনে নেমে ব্যাট করার জন্য চ্যালেঞ্জিং উইকেটে করেন ৪৩ বলে ৪৪। ১৯তম ওভারে তার আউটেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
যেহেতু লিটনের নতুন বলে পাওয়ার প্লেতে সমস্যা হচ্ছে তাকে তাই সেই চাপ থেকে সরানো একটি ভালো বিকল্প ছিল বলে মত ডমিঙ্গোর, এই চিন্তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি, 'এটা আমরা আগে ভেবেছিলাম। এরকমটা করা অবশ্যই কঠিন, কারণ আপনার হাতে যখন সাকিব, মুশফিক, রিয়াদ তরুণ আফিফ যে কিনা ভাল করছে এরা আছে। কাজেই এটা অনেকটা জট পাকানোর মতে হয়ে যাবে।'
তবে সাকিব আল হাসান চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বাকি দুই ম্যাচে এমনটা করা অসম্ভব না। কোচ আভাস দিলেন লিটন রাজি থাকলে এমন বিকল্পের দিকে ছুটতে পারেন তারা, ' সাদা বলে টপ অর্ডারে তার (লিটনের) ভাল কিছু ইনিংস আছে। আপনি যদি লিটনকে জিজ্ঞেস করে সে বলবে সে টপ অর্ডারে খেলতে চায়। এসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সে জানে সে চাপে আছে। নতুন বলের চাপ সরাতে সে যদি তিন চারে নেমে যায় তাহলে তখন তার ব্যাটিং আমাদের জন্য ইতিবাচক হতে পারে। সন্দেহ নেই এটা একটা বিকল্প।'
ক্যারিয়ারের শুরুতে ৭ নম্বরে তিন ইনিংস, ৮ নম্বরে এক ইনিংস আছে লিটনের। বাকি ৪০ ম্যাচেই তিনি নেমেছে হয় ওপেনিং বা তিন নম্বরে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটনকে তিনে দেখা যেতে পারে।
Comments