জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন সোহান

তবে তার জায়গায় কে অধিনায়কত্ব করবেন তা জানানো হয়নি।
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের পথচলার শুরুটা মসৃণ হলো না নুরুল হাসান সোহানের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে আঙুলে চোট পান তিনি। ফলে চলমান সফর শেষ হয়ে গেল বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হয় স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। টস হেরে টাইগাররা আগে ফিল্ডিংয়ে নামার পর বাম হাতের আঙুলে চোট পান সোহান। একাদশে ফেরা তরুণ পেসার হাসান মাহমুদের একটি ডেলিভারি গ্লাভসবন্দি করার সময় আঘাত লাগে তার তর্জনীতে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানের জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তার পরিবর্তে কে অধিনায়কত্ব করবেন তা জানানো হয়নি।

সোহানের চোটের বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, 'আমরা একটি এক্স-রে করার পর তার তর্জনীতে চিড় ধরা পড়েছে।'

চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে সোহানের। কিন্তু এর অনেক আগেই বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের ইতি ঘটবে। আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির পর শুক্রবার থেকে মাঠে গড়াবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ফলে বাকি ম্যাচগুলোতে সোহানের খেলার আর কোনো সম্ভাবনা নেই।

সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হয়ে যাওয়া নিয়ে সানি যোগ করেছেন, 'এই ধরনের চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই সে আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ও আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে।'

ব্যাটিং ফর্ম ও অধিনায়কত্ব নিয়ে সমালোচনার মধ্যে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে স্কোয়াডে না রেখে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব বিসিবি তুলে দেয় সোহানের কাঁধে। তার নেতৃত্বে প্রথম ম্যাচে ১৭ রানে হারলেও দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতে সমতায় ফিরেছে টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৪২ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও বাংলাদেশকে জেতাতে পারেননি সোহান। ২৬ বল মোকাবিলায় তিনি মেরেছিলেন ১ চার ও ৪ ছক্কা। তবে দ্বিতীয় ওয়ানডেতে মোসাদ্দেক হোসেন সৈকত ৫ উইকেট শিকারের পর লিটন দাস হাফসেঞ্চুরি হাঁকালে ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি সোহানের।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank again dissolves National Bank board again

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

11m ago