নিজেদের ভুলে ম্যাথিউসকে ফেরানোর আরেক সুযোগ হাতছাড়া

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের ঘটনা। খালেদ আহমেদের ওভারের হালকা ভেতরে ঢোকা পঞ্চম বলটা ঠেকাতে গিয়ে ব্যর্থ হন ম্যাথিউস। বল জমা পড়ে কিপার লিটন দাসের হাতে।
Angelo Mathews
ছবি: টিভি থেকে নেওয়া

আগের দিন ৬৯ রানে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর তার থামানো যায়নি তাকে। দ্বাদশ সেঞ্চুরিতে রাঙিয়েছেন প্রথম দিন। দ্বিতীয় দিনের শুরুর দিকেও তাকে ফেরানোর সুযোগ অবিশ্বাস্য ভুলে হলো হাতছাড়া।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের চতুর্থ ওভারের ঘটনা। খালেদ আহমেদের ওভারের হালকা ভেতরে ঢোকা পঞ্চম বলটা ঠেকাতে গিয়ে ব্যর্থ হন ম্যাথিউস। বল জমা পড়ে কিপার লিটন দাসের হাতে।

স্বাভাবিক এক বল মনে করে বাংলাদেশ ফিল্ডারদের মধ্যে ছিল না কোন প্রতিক্রিয়া। বাংলাদেশের  কেউ কোন আবেদনই করেননি।  কিন্তু আল্ট্রা এজ টেকনোলজিতে রিপ্লেতে দেখা যায় বল কিপারের গ্লাভসে জমা পড়ার আগে স্পর্শ করে গেছে ম্যাথিউসের ব্যাট। আবেদন করলে ফল আসতে পারত বাংলাদেশের দিকে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়েও ম্যাথিউসকে ফেরাতে পারত মুমিনুল হকের দল।

১১৯ রানে আরেক দফা জীবন পাওয়ার পরের বলেই বাউন্ডারি মেরে তা উদযাপন করেন ম্যাথিউস।

আউট না বোঝা, আবার ভুল রিভিউ নিয়ে খেসারত দেওয়ার ঘটনা বাংলাদেশ দলের বেলায় একাধিকবার আগেও দেখে গেছে।

প্রথম দিনে টস হেরে বল করতে গিয়ে প্রথম সেশনে দুটো রিভিউ নষ্ট করে বসে স্বাগতিকরা। শরিফুল ইসলামের বলে একবার পিচড আউটসাইড লেগ ও আরেকবার ইমপ্যাক্ট আউটসাইড অফ বুঝতে ভুল করেন মুমিনুলরা।

এদিন শুরুতে উইকেট ফেলতে না পারায় সাবলীল গতিতে ছুটছে শ্রীলঙ্কা। পঞ্চম উইকেতে দীনেশ চান্দিমাল-ম্যাথিউসের জুটি শতরানের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের রান ৪ উইকেটে ২৭৯।

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

8h ago