বিপিএল ২০২২

দ্বিতীয় হওয়ার কোন মূল্যই নাই: সুজন

লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৭ জয় নিয়ে সবার আগে প্লে অফে উঠে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালেও পা রাখে প্রথমে। শুক্রবার কুমিল্লার বিপক্ষেই শিরোপার লড়াই তাদের।
Khaled mahmud sujon
ফাইল ছবি: স্টার

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে বিপিএলের ফাইনালে উঠছে ফরচুন বরিশাল। কিন্তু ফাইনালে যদি পা হড়কায় তাহলে বাকি সব অর্জনই হয়ে পড়ে অর্থহীন। খালেদ মাহমুদ সুজন মনে করেন চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছুর আসলে মূল্য নেই।

লিগ পর্বে ১০ ম্যাচের মধ্যে সর্বোচ্চ ৭ জয় নিয়ে সবার আগে প্লে অফে উঠে বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালেও পা রাখে প্রথমে। শুক্রবার কুমিল্লার বিপক্ষেই শিরোপার লড়াই তাদের।

টুর্নামেন্টের শুরুর তিন ম্যাচের মধ্যে দুটিতে হারের পর বাকি সব ম্যাচে অজেয় থাকা দলটিই ফাইনালে ফেভারিট। তবে প্রধান কোচ সুজন জানান, তাদের কষ্ট সার্থক হবে চ্যাম্পিয়ন হতে পারলেই,  'ফাইনাল তো ফাইনালই। এটার উপর তো কোন কিছু নেই। আমরা কষ্ট করে এখানে এসেছে, ভালো ক্রিকেট খেলে এসেছি। এখানে এসে দ্বিতীয় হওয়ার কোন মূল্য থাকে। সোজা কথা এটাই।

লিগ পর্বে প্রথম দেখায় বরিশালকে হারিয়েছিল কুমিল্লা। ফিরতি দেখায় জেতে বরিশাল। কোয়ালিফায়ার ম্যাচেও জিতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে সাকিব আল হাসানের দল। সুজন জানান, ফাইনাল জিততেও সাকিবের নেতৃত্বে মুখিয়ে আছেন তারা,  'লক্ষ্যটা অবশ্যই এক নম্বর হওয়ার। আমরা আত্মবিশ্বাসী। দল ভালো শেপে আছে। বাড়তি একটা তাড়না আছে। আর অধিনায়ক যখন ভাল খেলে সবকিছু সহজ হয়। সাকিব সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর তাগিদটা বেশি ভাল খেলার। মাঠ চালাচ্ছে ভাল।' 

Comments

The Daily Star  | English

Anontex Loans: Janata in deep trouble as BB digs up scams

Bangladesh Bank has ordered Janata Bank to cancel the Tk 3,359 crore interest waiver facility the lender had allowed to AnonTex Group, after an audit found forgeries and scams involving the loans.

7h ago