বিপিএলের শেষ ধাপেও থাকছে না ডিআরএস

ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের শেষ ধাপের ম্যাচগুলোর জন্য সব ধরনের প্রযুক্তি নিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস আনার পরিকল্পনার কথা জানিয়েছিল বিসিবি। তবে সেই পরিকল্পনা দেখছে না আলোর মুখ। ডিআরএসের প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে পৌঁছালেও সেগুলো যারা পরিচালনা করেন, সেই অপারেটররা এখন বাংলাদেশে আসতে পারছেন না।

ডিআরএস না থাকায় এবারের বিপিএল শুরুর আগেই সমালোচনার জন্ম হয়। আম্পায়ারদের কয়েকটি ভুল সিদ্ধান্তের পর সমালোচনার তীর আরও জোরালো গতি পায়। পরে চট্টগ্রাম পর্ব থেকে বিকল্প ব্যবস্থা চালু করে বিসিবি। তবে অল্টারনেটিভ ডিআরএস বা এডিআরএস সমস্যা মেটাতে পারছে না। কারণ, সেখানে আল্ট্রা এজ ও বল ট্র্যাকিংয়ের মতো প্রযুক্তিগুলো নেই।

চলতি মাসের শুরুতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ঢাকায় বিপিএলের শেষ ধাপে পূর্ণাঙ্গ রিভিউ দেখা যেতে পারে। রাউন্ড রবিন লিগের শেষ চার ম্যাচ, কোয়ালিফায়ার ও এলিমিনেটরের তিন ম্যাচ এবং ফাইনাল- সবমিলিয়ে এই ধাপে ছিল আট ম্যাচ। এর মধ্যে রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো মাঠে গড়িয়েছে। বাকি আছে আর চার ম্যাচ।

রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু বলেন, 'ইকুইপমেন্টগুলো চলে এসেছে।  ডিআরএস পরিচালনার জন্য যেসব ইকুইপমেন্ট দরকার, সেগুলো ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, সেই ইকুইপমেন্টগুলো পরিচালনার মানুষগুলো এখনো এসে পৌঁছায়নি। তারা আসতে পারছে না। তবে আমরা আশা করেছিলাম, বিপিএলের এই রাউন্ড থেকে হয়তো পাব। সেটা মনে হয় হচ্ছে না।'

তবে বিপিএলে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন সিরিজে ডিআরএস রাখার কথা নিশ্চিত করেন তিনি, 'আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকবে, এটা নিশ্চিত করা হয়েছে। বিপিএলে ডিআরএস চালু করা মনে হয় আর সম্ভব হচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago