বিপিএল শেষ তাসকিনের

Taskin Ahmed
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সিলেট সানরাইজার্সের হয়ে চার ম্যাচ খেলার পরই পীঠের পুরনো চোট ফিরে এসেছিল তাসকিন আহমেদের। ম্যাচ খেলার অনিশ্চয়তা থাকলেও দলের সঙ্গে এসেছিলেন সিলেটেও। তবে সেই চোট তাকে দিল খারাপ খবর। এবারের বিপিএল শেষ হয়ে গেছে ডানহাতি এই পেসারের।

সোমবার সিলেট সানরাইজার্স আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তাসকিনের ছিটকে যাওয়ার খবর। তার জায়গায় ডানহাতি পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে তারা।

এবার বিপিএলের শুরুতে ঝাঁজালো পারফরম্যান্স ছিল তাসকিনের। কিন্তু চট্টগ্রাম পর্বে গিয়ে আর তাল রাখতে পারেননি। পারিশ্রমিক নিয়ে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষের সঙ্গে তার একটি 'ভুল বোঝাবুঝির' খবরও এসময় বের হয়। এসবের মধ্যে পীঠের চোটেও পড়েন এই তারকা।

বিপিএলে ড্রাফটের বাইরে থেকে তাসকিনকে দলে নিয়েছিল সানরাইজার্স। তাকে ঘিরেই সাজিয়েছিল দল। বর্তমান জাতীয় দলের একমাত্র প্রতিনিধি হিসেবে দলটিতে ছিলেন তিনি। কিন্তু প্রথম চার ম্যাচ খেলার পর পঞ্চম ম্যাচে তাকে দেখা যায়নি সিলেটের একাদশে। দলটির ৬ষ্ঠ ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়।

সিলেট পর্বে তিনদিনই ছিল সিলেটের তিন ম্যাচ। 'হোম' ভেন্যুতে প্রথম ম্যাচের আগেই এলো তার ছিটকে যাওয়ার খবর।

বিপিএলে সিলেটের দলটির অবস্থা একদম ভাল না। তাদের পরের ধাপে উঠার সম্ভাবনা ক্ষীণ। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে কেবল এক জয়ে তাদের পয়েন্ট তিন। তলানিতে থাকা দলটি পরের চার ম্যাচে প্লে অফ রাউন্ডে খেলা বেশ কঠিন।

এবার 'বি' ক্যাটাগরি থেকে ৩৫ লাখ টাকার পারিশ্রমিকে তাসকিনকে দলে নেয় সিলেট। চট্টগ্রাম পর্ব চলাকালীন জানা যায়, পারিশ্রমিকের পুরো টাকা না পেলে খেলবেন না তাসকিন। যদিও বিসিবি জানায়, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন তাসকিনকে ৭০ শতাংশ পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। পরে তাসকিন ও সিলেট কর্তৃপক্ষ উভয়েই জানায়, পারিশ্রমিকের টাকা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। তা নিরসনও হয়ে গেছে।

তবে সেই নেতিবাচক খবরের পর আর ম্যাচে পাওয়া গেল না তাকে। ছিটকে গেলেন চোটে। ৪ ম্যাচ খেলে এবার তার ঝুলিতে থাকল ৫ উইকেট।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago