সজীব ও স্নিগ্ধ ঈদের সাজ
করোনার কারণে পর পর দুবছর ঈদের আমেজে ভাটা পড়েছিল। সেই ভাটা কাটিয়ে নতুনভাবে ঈদের আমেজে এসেছে আনন্দের জোঁয়ার। তাই এবারের ঈদের সাজ হওয়া চাই সজীব ও স্নিগ্ধ। গরমের সময় বেশি ভারি সাজ দিলে তা অস্বস্তির কারণ হতে পারে।
সকাল থেকে সন্ধ্যায় সাজে যেন থাকে বৈচিত্র্য তা নিয়েই এই আয়োজন।
সকাল
ঈদের দিন সকালে পরিবারের সঙ্গে থাকায় অনেকেই খুব বেশি সাজতে পছন্দ করেন না। সূতি ড্রেসের সঙ্গে সকালের সাজে ব্যবহার করতে পারেন টিনটেড মশ্চারাইজার। সঙ্গে কাজল বা আইলাইনার চোখে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। সকালের সাজে চুল খোলা রাখতে পারেন।
বিকেল
ঈদের দিন বিকেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়া, কিংবা বন্ধুদের বাসায় ঘুরতে যাওয়া হয়। তখন কিছুটা ভারি মেকআপ করতে পারেন। সেসময় ন্যুড মেকআপ করলেই মানিয়ে যাবে আপনার পছন্দের ড্রেসের সঙ্গে। ঈদের জামা যদি কিছুটা ভারি হয় তাহলে সাজ কম করলেই ব্যালেন্স লুক পাবেন। প্রথমে মুখে ফাউন্ডেশন ও কন্সিলার ব্যবহার করে পাউডার দিয়ে সেট করে নিন। চেহারায় বৈচিত্র আনার জন্য কন্টোর করতে পারেন।
চোখের সাজে হালকা গোলাপী বা পিচ কালারের ম্যাট আইশ্যাডো ব্যবহার করতে পারেন। সঙ্গে মাশকারা ব্যবহার করবেন ২ থেকে ৩ কোট যাতে করে আইল্যাশগুলো প্রাণবন্ত লাগে। লিপস্টিক ব্যবহার করুন ব্রাউনিশ বা মউভ পিংক কালারের। আপনার ফেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্লাশ এবং ব্রোঞ্জার ব্যবহার করুন। মেকআপ শেষ করে সেটিকে দীর্ঘস্থায়ী করার জন্য ব্যবহার করুন সেটিং স্প্রে। মেকআপের সঙ্গে চুল খোলা রাখতে পারেন অথবা চুল টুইস্ট করে ক্লিপ আটকে নিলে বেশ সতেজ ও নির্মল লাগবে।
ঈদের দিন সুতি পোশাক পরিধান করার চেষ্টা করবেন। কারণ গরমে অস্বস্তি লাগতে পারে। মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার ও সান্সক্রিন লাগিয়ে নিবেন।
Comments