‘কারও অধীনে চাকরি না করে নিজেরাই নিজেদের বস হন’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে শুরু থেকে এখন পর্যন্ত ৬৬ লাখ ৪২ হাজার যুবককে বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত 'যুব সমাবেশ-২০২২' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের মধ্যে ২৩ লাখ যুবক আত্মকর্মী হয়েছেন এবং কয়েখ হাজার যুবককে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি।
প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত আমরা ২ হাজার ১৯০ কোটি টাকা ঋণ দিয়েছি শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে।
দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে যুবকদের ঋণ দেওয়ার চুক্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি, তারা আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ৩০ হাজার যুবককে প্রতি বছর সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে। এ ছাড়া আমরা বেসরকারি পর্যায়ে এনআরবিসি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি, তারা আমাদের যুবকদের ঋণ দিতে আগ্রহী, এবং তারা প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ৫০ হাজার যুবককে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন।
এ সময় মন্ত্রী উপস্থিত যুবকদের উদ্দেশ্যে বলেন, চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হন, উদ্যোক্তা হন। কারও অধীনে চাকরী না করে নিজেরাই নিজেদের বস হন। আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।
শেখ হাসিনা শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, এমএ পাশ করে ছেলেমেয়েরা আমার কাছে এসে বলে স্যার একটা চাকরি দেন। ঝাড়ুদাড়ের চাকরি, পিওনের চাকরি চায়। আমি তাদের সঙ্গে রাগারাগি করি। কক্সবাজারে একটি প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে একটি ছেলে বক্তব্য রাখলেন, বললেন তিনি ৩ বছর আগে মাশরুম চাষের ওপর প্রশিক্ষণ নিয়ে এখন মাসে দেড় লাখ টাকা আয় করেন।
তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, আমিওতো দেড় লাখ টাকা বেতন পাই না। তাই তোমরা চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা তৈরি হও। আমরা তোমাদের ঋণ দেব। আমরা যুবকদের ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেই।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামিমুল হক সিদ্দিকী বলেন, বেশ কয়েকটি আইটি রিলেটেড প্রশিক্ষণ নতুন করে শুরু করা হবে। প্রশিক্ষণের মেয়াদকাল হবে ২ মাস। প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে থাকা খাওয়ার যুযোগ পাবে।
আয়োজিত যুব সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত ৭০০ নারী-পুরুষ অংশগ্রহণ করেছিলেন।
Comments