ইবিতে অনলাইনে পরীক্ষা গ্রহণ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার মাধ্যমে অনলাইনে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল।
বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ইবি'র জনসংযোগ বিভাগের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. আমানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, করোনা মহামারিতে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। তবে, বন্ধের মধ্যেও একাডেমিক কার্যক্রম চালু ছিল। গত ১৭ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে অনুষ্ঠিত সভায় অনলাইনে অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে গঠিত একটি টেকনিক্যাল উপ-কমিটি বিভিন্ন বিভাগ ও অনুষদীয় ডিনদের মতামতের প্রেক্ষিতে নীতিমালা তৈরি করে। ওই নীতিমালার আলোকেই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে বিভিন্ন বিভাগ।
পরীক্ষা কমিটির সদস্য ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপী জানান, তারা শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করেই পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে। পরীক্ষা নিতে কোনো সমস্যা হয়নি।
উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ওই বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, সব বিভাগ এভাবে পরীক্ষা গ্রহণ করবে। কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করবে।
Comments