কুয়েট বন্ধ ২৩ ডিসেম্বর পর্যন্ত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রাতে কুয়েটের ৭৭তম সিন্ডিকেট অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আনিসুর রহমান ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'অধ্যাপক সেলিমের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কোনো অপ্রীতিকর ঘটনা ও অস্থিতিশীল পরিবেশ এড়াতে ক্যাম্পাস বন্ধের সময়সীমা ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'ঘটনার যথাযথ তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ থাকবে। গত ৩ ডিসেম্বর কুয়েটের সিন্ডিকেটের ৭৬তম সভায় কুয়েটকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের ওই দিন বিকেল চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া, সেদিন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে সুপারিশসহ একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে, তদন্ত কমিটি এখনো তদন্ত শেষ করেনি। তদন্ত কমিটির সুপারিশ বিবেচনা করে ক্যাম্পাস বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে।'
Comments