ঢাবির ১৩ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

বিদেশে গিয়ে নিদির্ষ্ট সময়ের মধ্যে ফিরে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৩ জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।
এর ফলে ওই ১৩টি পদে কর্তৃপক্ষ নতুন করে নিয়োগ দিতে পারবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলোতে শিক্ষকের সংকট থাকায় নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন এমন অন্তত ৩ জন সদস্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেট সূত্র জানায়, ওই শিক্ষকদের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা রয়েছে। এর পরিমাণ সর্বনিম্ন ৯ লাখ এবং সর্বোচ্চ ৫৩ লাখ টাকা। এ অর্থ বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করতে ওই শিক্ষকদের চিঠি পাঠানো হবে।
ওই ১৩ জন শিক্ষকের মধ্যে অনেকে স্বেচ্ছায় পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছেন। তবে, তারা বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করলে এরপর তাদের পদত্যাগ গ্রহণ করা হবে বলে জানা গেছে।
২০১৫ সালের আগে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করতে ওই শিক্ষকরা বিদেশে যান। শর্ত সাপেক্ষে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সব সুযোগ-সুবিধা নিয়েছেন। যেহেতু তারা চাকরিতে যোগদান করেননি, তাই আর্থিক পাওনা বিশ্ববিদ্যালয়ের কাছে ফেরত দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিয়ম অনুযায়ী ওই শিক্ষকরা কর্মস্থলে যোগদান করেননি। তাই তাদের পদগুলো শূন্য ঘোষণা করা হয়েছে। কঠোর নিয়মের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
Comments