প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উন্নয়নের 'অপচয়' শত কোটি টাকা, তথ্য গোপনের অভিযোগ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম মোহাম্মদ শরীফ।

গত ১৩ জুন দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদে তিনি বলেছেন, 'প্রচারিত সংবাদের একাংশে আমাকে উদ্ধৃত করে যে তথ্য পরিবেশন হয়েছে তা সত্য নয়। 'প্রশাসনিক ভবনের অসম্পূর্ণ অংশটি সম্পন্ন করতে ৪০ কোটি টাকা লাগতে পারে' আমি শুধু এই কথাই সংশ্লিষ্ট প্রতিবেদককে বলেছি। আমাকে উদ্ধৃত করে আরও যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা ১০০ শতাংশ সত্য নয়।'

প্রতিবেদকের বক্তব্য

'জাবিতে উন্নয়নের 'অপচয়' শত কোটি টাকা ও তথ্য গোপনের অভিযোগ' শিরোনামে প্রকাশিত সংবাদ ও তার ফলোআপ হিসেবে 'শতকোটি টাকা 'অপচয়' ও অনুমোদনহীন উইকেন্ড প্রোগ্রামের দায় কার?' শীর্ষক প্রতিবেদন দুটিতে যে সকল তথ্য ও ঘটনার উল্লেখ আছে দ্য ডেইলি স্টার সেটার সত্যতা নিশ্চিত করেই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

21m ago