জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই প্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ায়: আরিফ সোহেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সমন্বয়কদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে তাদের ওপর আওয়ামী লীগের দলীয় লোকজনের হামলা ও পুলিশি নির্যাতন হয়েছে।

তুলে নেওয়া হয়েছিল সমন্বয়ক আরিফ সোহেলকে। তবে তারা দমে না গিয়ে প্রবল সাহসের সঙ্গে আন্দোলনকে এগিয়ে নিয়েছেন। আজকের স্টার কানেক্টসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-সমন্বয়কদের সংগ্রামের গল্প শুনব সমন্বয়ক আরিফ সোহেল এবং মাহমুদুল হাসান মেঘের কাছে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago