যৌন নিপীড়নের দায়ে চবি ছাত্রলীগের আরও ৪ কর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন নিপীড়নের আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও ৪ কর্মীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবিকে মেনে নিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যৌন নিপীড়নের আরেক ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরও ৪ কর্মীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবিকে মেনে নিয়েছে প্রশাসন।

গত বছরের সেপ্টেম্বরে রাত ১১টার দিকে ক্যাম্পাসে ২ নারী শিক্ষার্থীকে হেনস্তা করার দায়ে এক বছরের জন্য বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীরা হলেন— আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ ও আর এইচ রাজু।

তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।

চবি যৌন নিপীড়ন ও নির্যাতন বিরোধী সেলের আরও ২টি ঘটনা লিখিত মুচলেকার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় উপাচার্য দপ্তরে এক ব্রিফিং চবি রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান এ তথ্য জানান।

ব্রিফিংয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, 'শিক্ষার্থীদের ৪ দফা দাবি মনে নেওয়া হয়েছে এবং তা ইতোমধ্যে পূরণ করা হয়েছে।'

চবি ক্যাম্পাস এখন শতভাগ নিরাপদ বলেও দাবি করেন তিনি। 

Comments