রাবিতে আবারও ভর্তির সময়সীমা বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রমের সময়সীমা আবারও বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বুধবার দিনগত রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। তবে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পূর্বে নির্ধারিত ২১ ডিসেম্বর থেকেই শুরু হবে।
ড. আজিজুর রহমান আরও বলেন, 'আজ ভর্তির শেষ দিন ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিভাগে এখনো অনেক আসন ফাঁকা থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বারের মতো ভর্তির সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।'
এত আসন ফাঁকা থাকার কারণ হিসেবে তিনি বলেন, 'যেসব শিক্ষার্থী শুরুর দিকে রাবিতে ভর্তি হয়েছিলেন, তাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। ফলে সেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াত জন্যে রাবিতে ভর্তি বাতিল করছেন। এতে রাবিতে অনেক আসন ফাঁকা থেকে যাচ্ছে।'
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রম গত ২৯ নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে। অন্যদিকে একাডেমিক কার্যক্রমের সময় ১ ডিসেম্বর থেকে পিছিয়ে ২১ ডিসেম্বর করা হয়।
Comments