রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়। 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে ৩ দিনব্যাপী পরীক্ষা শুরু হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ৩ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে ১টায়। এছাড়া তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হবে।
জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার 'এ' ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া বুধবার 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে ৪৪ হাজার ১৯৪, এ ইউনিটে ৪৩ হাজার ৫৫৮ ও বি ইউনিটে ৩৯ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। ৩টি ইউনিটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে মোট ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন। হিসাব অনুযায়ী, প্রতি আসনের বিপরীতে ৩১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এমসিকিউ পদ্ধতিতে হওয়া পরীক্ষার সময় এক ঘণ্টা। ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। এতে প্রতি পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, 'পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে এবারের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে নেওয়ার চিন্তা করা হয়েছে। তবে, এটি এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। আমরা সামনের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি নির্ভর করছে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ওপর।'
তিনি জানান, এছাড়া ঢাবি, রাবি, চবি ও জাবির প্রশাসন যদি চায়- গুচ্ছ পদ্ধতিতেও পরীক্ষা নেওয়ার কথা ভাবছে প্রশাসন বলে জানান তিনি।
তিনি বলেন, 'শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।'
Comments