রাবিতে সংবাদকর্মীকে মারধর: ছাত্রলীগ নেতা কাজল হল থেকে বহিস্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন কাজল। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের এক জরুরি সভায় এ বহিষ্কারাদেশ দেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম হোসেন।

হল থেকে বহিষ্কৃত অভিযুক্ত গিয়াসউদ্দিন কাজল মাদার বখশ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে ভুক্তভোগী সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং অনলাইন নিউজ পোর্টাল বিডি মর্নিংয়ের রাবি প্রতিনিধি।

বহিষ্কারের বিষয়ে প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম হোসেন বলেন, সভার সিদ্ধান্ত অনুসারে অভিযুক্ত গিয়াসউদ্দিনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের টিভি রুমে সিগারেট খেতে নিষেধ করায় ওই সংবাদকর্মীকে মারধর করেন কাজল এবং তার দুই সহযোগী। এ ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ ৩-দফা দাবি জানান ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীরা।

Comments