শাবিপ্রবিতে যাচ্ছেন ড. জাফর ইকবাল

লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাচ্ছেন। তিনি মঙ্গলবার রাত ৯টার বাসে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ড. মুহম্মদ জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী মুহাম্মদ জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'স্যার ও ম্যাডাম রাত ৯টার বাসে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওনারা শাবিপ্রবি ক্যাম্পাসে যাবেন।'
এর আগে, গত ২১ জানুয়ারি ড. মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি কলাম লিখেছিলেন।
Comments