ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা: ২ ছাত্রদল কর্মীসহ আটক ৩

ছবি: প্রবীর দাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রদলের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩ জনকে আটক করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ক্যাম্পাস থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে দুইজন ছাত্রদলের বলে পরিচয় জানা গেছে। অন্যজন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয়৷'

ছবি: প্রবীর দাশ/স্টার

তাদের বিরুদ্ধে মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।'

ছাত্রদলের ২ জনকে আটকের বিষয়টি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলও দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি আটক হওয়াদের নাম দিতে না পারলেও তাদের নাম জানান চেষ্টা করছেন বলে জানান।

ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা অভিযোগ করে জানান, পূর্বঘোষিত কর্মসূচী পালনে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করলে সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে।

ছবি: প্রবীর দাশ/স্টার

ছাত্রদল দাবি করেছে, তাদের ৩০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহীদ মিনার এলাকায় হামলার ঘটনার পর শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড়, জগন্নাথ হলের সামনেও কয়েক দফা হামলা এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

14h ago