পাসের হারে অতীতের রেকর্ড ভাঙলো বরিশাল বোর্ড

করোনাভাইরাস মহমারির কারণে বিলম্বিত শিক্ষাবর্ষ শেষে সংক্ষিপ্ত সিলেবাসে হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে রেকর্ড ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এর আগে এই বোর্ডে সর্বোচ্চ ৭০ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এ ছাড়া বরাবরের মতো এবারও বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। আর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৪০৩ জন। সেইসঙ্গে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

আজ রোববার বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ফ‌লাফল ঘোষনা ক‌রেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। 

তি‌নি জানান, ২০২১ সা‌লের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৭৯৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ৯৬৪ জন পাস করেছে। এর মধ্যে মে‌য়ে শিক্ষার্থী ৩৩ হাজার ৬৭৫ জন ও ছে‌লে শিক্ষার্থী ৩০ হাজার ২৮৯ জন।

তিনি আরও জানান,  বরিশাল বোর্ডে এবার  জিপিএ-৫ পেয়েছে  ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। এর ম‌ধ্যে মে‌য়ে শিক্ষার্থী ৬ হাজার ৪৯০ জন। আর ছে‌লে শিক্ষার্থী ৩ হাজার ৪৮১ জন।

বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে এগিয়ে আছে বরিশাল জেলা। এখানে পাসের হার ৯৬ দশমিক ৯৩ শতাংশ। এর পরেই ঝালকাঠির অবস্থান। এখানে পাসের হার ৯৬ দশমিক ৪০ শতাংশ। পাসের হারের দিক থেকে পর্যায়ক্রমে অন্য জেলাগুলো হচ্ছে বরগুনা (৯৬ দশ‌মিক ৩১ শতাংশ), পি‌রোজপু‌র (৯৬ দশ‌মিক ১৫ শতাংশ), ভোলায় (৯৪ দশ‌মিক ৫৮ শতাংশ) ও পটুয়াখালী‌ (৯৩ দশ‌মিক ৪৬ শতাংশ)।

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

2h ago