অগ্রগামী ফাউন্ডেশনের ১ কোটি চারা বিতরণ ও রোপণ শুরু

সারা দেশে এক কোটি চারা বিতরণ ও রোপণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে অগ্রগামী ফাউন্ডেশন।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'একটাই পৃথিবী' প্রতিপাদ্যে শুরু করা বিভিন্ন কর্মসূচির আওতায় ২০৩২ সালের মধ্যে এক কোটি চারা বিতরণ ও রোপণের ঘোষণা দেয় এই ফাউন্ডেশন।
আজ রোববার থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও, চর গোয়ালদী, শান্তিনগর, পাঁচানী, কুরবানপুর, নয়াগাঁও, খাসেরকান্দী ও ঝাউচর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০ শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে অগ্রগামী ফাউন্ডেশন।
কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন অটবি লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা শেখ আশাফুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী মাহবুব মুনীর, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রধান অর্থ উপদেষ্টা এস. এম. আবদুর রউফ, ব্যবসায়ী ফরিদুজ্জামান, আবিদা সুলতানা, সমাজসেবক হাসনা হেনা প্রমুখ।
Comments